কোচিং সেন্টারে ট্রাক্টর ঢুকে ৮ ছাত্র আহত, স্থানীয়দের সড়ক অবরোধ

সিটিভি নিউজ।।     দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে ট্রাক্টর। এ সময় কোচিংয়ে থাকা ৮ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী ও কোচিং সেন্টারের ছাত্ররা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাক্টরটি রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা রেনেসা কোচিং সেন্টারের ঢুকে পড়ে। এ সময় কোচিং সেন্টারে থাকা আট শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ট্রাক্টরের চালক ও সহকারীও আহত হন।

সংবাদ প্রকাশঃ  ২২-০২-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ