কুমেক হাসপাতালে টিকিট কেটে চিকিৎসা নিলেন এমপি বাহার

সিটিভি নিউজ।।     মোঃ আবদুল আউয়াল সরকার,   কুমিল্লা জেলা প্রতিনিধি:===
 সাধারণ  রোগীদের মতো ১০ টাকায় আউটডোর টিকিট কেনার পর একজন সাধারন রোগীর মতো তাঁর চক্ষু পরীক্ষা করিয়েছেন
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩ খ্রিঃ) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে  টিকিট কিনে চক্ষু সেবা নিলেন কুমিল্লা সদর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দীন বাহার।
এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী,
উপ-পরিচালক ডাঃ সাজেদা খাতুন,চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মোহসিউর রহমান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম, মোঃ আক্তার হোসেন,মোঃ জাকির হোসেন।
পরে এমপি বাহার হাসপাতালের কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও রোগীদের সাথে কথা বলেন।
এসময় তিনি বলেন, সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। এখন উন্নত চিকিৎসা মানুষের হাতের নাগালে।
সবাই যেনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো মানের ডাক্তার রয়েছে চিকিৎসা সেবা নেয়ার জন্য। আমি চিকিৎসা নিযেছি আপনারাও সরকারি হাসপাতালে চিকিৎসা নিবেন।
তিনি অন্যান্য সাধারণ রুগীদের মতোই ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা সেবা নিয়েছেন, কুমিল্লার মানুষের চিকিৎসা সেবায় তিনি সব সময় পাশে থাকবেন বলেও জানান।সংবাদ প্রকাশঃ ১৮০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ