কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) উপ-নির্বাচন,তফসিল ২৪ মে,নির্বাচন ১২ জুলাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন দু’ডজন প্রার্থী!

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি   জানান ===  কুমিল্লার অন্যতম আ’লীগ অধ্যূষিত বুড়িচং-ব্রাহ্মনপাড়া সংসদীয় আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে কমপক্ষে এক ডজন প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম,প্রয়াত নেতার স্মরনে মিলাদ মাহফিল,কবর জিয়ারতসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন,স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে নিজেদের প্রার্থীতা পদে জানান দেওয়া অব্যাহত রেখেছেন। এর বাইরে কেউ কেউ সম্প্রতি শেষ হওয়া ঈদুল ফিতর উপলক্ষে বুড়িচং-ব্রাহ্মনপাড়াবাসীকে শুভেচ্ছাসহ আসন্ন উপনির্বাচনে অনেকেই নিজেদের এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও প্রচারনা করেছেন। তবে সবাই তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। সবাই বলছেন, নেতৃ যাকে মনোনয়ন দেয় আমরা সবাই তার পক্ষেই কাজ করবো। তবে,মনোনয়নের পর কারা মাঠে থাকবেন সেই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন মাঠ পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীরা। কারন হিসেবে তারা বলছেন,এত অধিক সংখ্যক প্রার্থী মাঠে নামায় এরই মাঝে নেতা-কর্র্মীদের মাঝে বিভক্তির সুর বেজে উঠেছে। উল্লেখ্য গত ১৪ এপ্রিল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) সংসদীয় আসনের প্রায় ৪ দশকের জনপ্রিয় মাটি ও মানুষের নেতা,সাবেক আইন,সংসদ বিষয়ক মন্ত্রী,আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য,বাংলাদেশ আইনজীবি সমিতির সভাপতি অ্যাড.আব্দুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে এই আসনটি শুন্য হওয়ার পর আসনটিতে কমপক্ষে দু’ডজন প্রার্থী নিজেদের সম্ভাব্য প্রার্থী উল্লেখ করে প্রচারনা শুরু করে। এদিকে আগামী ২৪ মে আসনটির নির্বাচনী তফসীল ঘোষনা করা হবে নির্বাচন কমিশন সচিবালয় থেকে। এতে আগামী   ১২ জুলাই  আসনটির সম্ভাব্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) সংসদীয় আসন।  সীমান্তবর্তী এই দুটি উপজেলার মাঝে বুড়িচং ৯টি ও ব্রাহ্মনপাড়া ৮টিসহ মোট ১৭টি ইউনিয়ন রয়েছে ।  আসনটির মোট ভোটার সংখ্যা সাড়ে ৩ লক্ষাধিক। সংসদীয় এই আসনটি জেলার আ’লীগ সমর্থিতদের একটি অন্যতম শক্ত ঘাটি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ ক’বার পদচারণা ঘটেছিল এই জনপদে। বহু স্মৃতি জড়িয়ে আছে এই জনপদের বিভিন্ন পথে প্রান্তরে। ফলে স্বাধীনতার পর আ’লীগ থেকে এই আসনে ৬ বার আ’লীগ প্রার্থী সংসদ নির্বাচনে বিজয়ের হাসি হেসেছিল। আর সদ্য প্রয়াত অ্যাড আব্দুল মতিন খসরু একাই এই আসনে ৫ বার বিজয়ী হয়েছিলেন। কুমিল্লার অন্যন্য সংসদীয় আসনের চেয়ে অনেকটা আলাদা এই আসনের নেতৃত্ব ছিল। বিগত শতাব্দির ’৮০ দশকের শুরুতেই তৎকালীন সামরিক শাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সদ্য প্রয়াত অ্যাড.আব্দুল মতিন খসরু এই আসনের প্রতিটি পাড়া-মহল্লায় সাংগঠনিক ভীত রচনায় আত্ননিয়োগ করেছিলেন।  কালের বিবর্তনে তিনি তার রাজনৈতিক মেধা ও সাংগঠনিক কারিশমায় অল্প সময়ের মাঝেই এই আসনটির মধ্যমনি হয়ে উঠেছিলেন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। যার ফলশ্রুতিতে ১৯৯১,১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসনের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। তিনি এই আসনের এতটাই জনপ্রিয় এবং অপ্রতিদ্বন্ধি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন যে, বিগত সময়ে তিনি যতটা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন,সেসময় তার প্রার্থীতাকে চ্যালেঞ্জ করে অন্য কেউ মনোনয়ন পত্র জমা দিতে সাহস পায়নি। মোট কথা অপ্রতিদ্বন্ধি ছিলেন বুড়িচং-ব্রাহ্মনপাড়া’র আ’লীগ তথা সাধারন মানুষের কাছে । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা জানান, এই জনপ্রিয় মানুষটি যখন বিগত মার্চ মাসের শেষ দিকে অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতি চিকিৎসাধীন ,তখনই গোপনে  এই আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবতে শুরু করেন কেউ কেউ। যার সত্যতা প্রকাশ পেতে তাই দেরীও হয়নি। চলতি বছরের ১৪ এপ্রিল তার মৃত্যুর পর এক সপ্তাহের কম সময়ে একাধিক স্থানীয় ও জাতীয় দৈনিক,অনলাইন,সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া ) আসনে আসন্ন সংসদ উপ-নির্বাচনে সম্ভাব্য কমপক্ষে দেড়জডন প্রার্র্থীর নাম,ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে সেটা বেড়ে এখন দু’ডজনেরও বেশী দাড়িয়েছে। এদের মাঝে ছিলেন, প্রয়াত মতিন খসরু’র স্ত্রী, সন্তান, ভাইছাড়াও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শিষ্য, অবসরপ্রাপ্ত আমলা, রাজনীতি সংশ্লিষ্ট ব্যবসায়ী,তরুন রাজনৈতিক নেতা। তাদের সবাই প্রয়াত এমপি মতিন খসরু’র অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা বলে নানাভাবে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন,ধর্মীয় অনুষ্ঠান,ইফতার মাহফিল,কবর জিয়ারত ,সংবাদ সম্মেলন করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে প্রচার করেছেন। সরেজমিন দু’টি উপজেলার বিভিন্নস্থান ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, প্রয়াত নেতার কবরে দেওয়া পুস্পস্তবক শুকানোর আগেই ডজন ডজন প্রার্থীর পদচারনায় দুটি উপজেলার নেতৃত্বের মাঝে বিভেদ দেখা দেয়। মতিন খসরু জীবিতকালীন সময়ে যারা একই টেবিলে বসে রাজনীতি করেছেন,সেই তারাই স্বল্প সময়ের ব্যবধানে পৃথক হয়ে কৌশলে নানাভাবে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আর এটা পরিস্কার হয়ে উঠেছে তখনই যখন দেখা গেছে, প্রয়াত নেতার কুলখানীতে একসাথে নেতা-কর্মীদের অনুপস্থিতি কিংবা দু’উপজেলার নেতৃবৃন্দ একসাথে বসে মৃত্যুর ৪০ দিনেও একটা দলীয় শোকসভা করতে না পারা। এর বাইরে,কেউই থেমে নেই নিজস্ব প্রচারনার কৌশল থেকে। প্রত্যেকেই তাদের নিজস্ব পছন্দের লোকজনদের দিয়ে এই আসনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছেন। পোষ্টার,ব্যানার,ফেষ্টুনসহ স্থানীয় সংবাদপত্রগুলোতে ছবি দিয়ে দোয়া আর প্রচারনা কোনটাই বাদ যাচ্ছেনা। পাশাপাশি কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগের বাইরে ইউরোপ,আমেরিকাসহ মধ্যপ্রাচ্য আ’লীগ শাখার প্রভাবশালী নেতৃবৃন্দের মাধ্যমে কেন্দ্রে জোর লবিংও অব্যাহত েেরখেছেন কেউ কেউ। এদিকে নির্বাচন কমিশন বুড়িচং-ব্রাহ্মনপাড়া সংসদীয় আসনের শুন্য পদে উপনির্বাচনের তফসীল আগামী ২৪ মে ঘোষনার তারিখ নির্ধারন করবেন।   এতে আগামী ১২ জুলাই সম্ভাব্য নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে। ১৯ মে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই তফসীল ঘোষনার খবরে আবারো নড়েচড়ে উঠে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা। এসময় কথা হয় একাধিক রাজনৈতিক নেতার সাথে। তাদের প্রায় সকলের বক্তব্য ছিল অনেকটা এরকম, মনোনয়ন চাওয়া আমার রাজনৈতিক অধিকার। তবে নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত। তিনি যাকে মনোনয়ন দেন আমরা তার পক্ষেই সবাই কাজ করবো। তবে মাঠ পর্যায়ের নাম পরিচয় গোপন রাখার শর্তে কমপক্ষে অর্ধ শতাধিক নেতা-কর্মী এই প্রতিনিধিকে জানান,যদি রাজনৈতিক ,সাংগঠনিক এবং যোগ্য ও পরীক্ষিত নেতা মনোনয়ন না পায়,তাহলে নির্বাচনে  মনোনয়ন বঞ্চিতরা বিগত উপজেলা নির্বাচনে বুড়িচং এবং ব্রাহ্মনপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যেমন দলের প্রার্থীে বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হয়েছিলেন,সেরকম নিজ দলের কোন স্বতন্ত্র বা অন্য দলের কাউকে প্রার্থীতা পদে পছন্দ করলে অবাক হওয়ার কিছু থাকবেনা। উল্লেখ্য প্রয়াত এমপি অ্যাড. আব্দুল মতিন খসরু’র মৃত্যুর পর শুন্য হওয়া আসনটিতে, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ সহ-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, ব্রাহ্মনপাড়া আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং আ’লীগ সভাপতি এড. মো. আবুল হাসেম খান , কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সদস্য মো. আবদুস ছালাম বেগ, বুড়িচং উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক আখলাক হায়দার, ,ব্রাহ্মনপাড়া উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সুপ্রীম, কোর্ট স্পেশাল পিপি এড,আব্দুল বারী, প্রয়াত এমপি’র ছোট ভাই ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি  এড.আব্দুল মমিন ফেরদৌস, অধ্যক্ষ আবু সালেহ মোঃ সেলিম রেজা সৌরভ, বুড়িচং আ’লীগ সহসভাপতি  লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন,ঔষধ প্রশাসনের  সাবেক ডিজি মেজর জেনারেল অবঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা সেক্টর ফোরাম কমান্ডার্স আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, বাংলাদেশ পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, প্রয়াত এমপি’র পুত্র আব্দুল মোনেফ ওয়াসিফ,মেয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ উম্মে হাবিবা দিলশাদ মুনমুন, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আ’লীগ নেতা মোঃ মাহতাব হোসেন, বুড়িচং উপজেলা আ’লীগ নেতা ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ, বাংলাদেশ সম্পাদক পরিষদের সহসভাপতি ও ব্রাহ্মনপাড়া আ’লীগ সহসভাপতি মোঃ শাহজালাল মোল্লা, বুড়িচং উপজেলা আ’লীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুমিল্লা জেলা পরিষদের সদস্য হাজী তারিক হায়দার,  বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী এড.জাহিদুল আলম জাহিদ শেখ হাসিনা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল জলিল,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিদার মোঃ নিজামুল ইসলাম,প্রফেসর ডা. নওশের আলম , হেলেনা জাহাঙ্গীর, ডা. মোঃআতাউর রহমান জসিম, মো. আল-আমীন অর্নব, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা(দ:) জেলা স্বেচ্ছাসেবক লীগ।   ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগের  অর্থ সম্পাদক  আলহাজ্ব আবু জাহের, এ্যাডভোকেট, মো. জাহাঙ্গীর আলম সরকার, মহিলা নেত্রী গাজী ফেরদৌসি আক্তার, প্রমূখ প্রার্থীদের প্রত্যেকের দৃষ্টি এখন কেন্দ্রের দিকে। দল কাকে মনোনয়ন দিবে সেই ঘোষনার অপেক্ষায়। তবে মাঠ পর্যায়ে ঘুরে পাওয়া তথ্যে দলের দুর্দিনের কান্ডারী,প্রয়াত এমপি মতিন খসরু’র প্রধান রাজনৈতিক শিষ্য সাজ্জাদ হোসেন স্বপন,প্রয়াত এমপি’র স্ত্রী সেলিমা সোবহান খসরু, ,কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ নেতা আব্দুস সালাম বেগ, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ ,ইঞ্জিনিয়ার আল-আমিন,ব্যারিষ্টার সোহরাব মাঠ পর্যায়ে সাধারন ভোটারদের পছন্দে এগিয়ে রয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ২৩২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ