কুমিল্লা সদর দক্ষিণে আমেরিকা প্রবাসীকে হত্যার চেষ্টা! নিরাপত্তাহীন পরিবারের সদ্যসরা

সিটিভি নিউজ।।     আব্দুল্লাহ আল মানছুর,স্টাফ রিপোর্টার,কুমিল্লা:==========
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের মৃত.শামসুল আলম মজুমদারের পুত্র ফখরুল আলম মজুমদার(৩৭) দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে আসছেন। ইতিমধ্যে ছুটিতে তিনি তাহার গ্রামে বাড়িতে কিছু দিন অবস্থান করেছিল। উল্লেখ্য যে, বাবার বাড়ি নলচরে আমেরিকা প্রবাসী ফখরুল আলম মজুমদার অবস্থান করাকালীন গত ২৬.২.২০২২ইং নলচর গ্রামের মৃত.রহিম উদ্দিনের পুত্র কবির হোসেন(৫৫),কবির হোসেনের পুত্র খালিদ আহমেদ রিফাত(২৪)সহ অজ্ঞাত কিছ১০/১২জন ব্যক্তি ঘটনাস্থলে স্বাক্ষীদের উপস্থিতে অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে একত্রিত হইয়া বাদী আমেরিকা প্রবাসী ফখরুল আলম মজুমদারের উপর লাঠি সোঠা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করিয়া ফাঁকা গুলি ছুড়ে বলে যে, জানে মারিয়া পেলমু আর যদি জমি সংক্রান্ত কোন প্রকার কথা বলিস। এই কথা বলে অভিযুক্তরা প্যান্টের পকেটে থাকাকালীন স্যামসাং এনড্রয়েড, মানি ব্যাগ ছিনিয়ে নেন, ব্যাগের মধ্যে বাদী ফখরুল আলম মজুমদারের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ নগদ ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা ছিল)। যাহা মর্মান্তিক ঘটনাবলে বিবেচিত। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বাক্ষীদের সহযোগিতায় আহত বাদী ফখরুল আলম মজুমদার(৩৭)কে উন্নত চিকিৎসা দিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ী আসার পর ৩.৩.২০২২ইং বাদী হয়ে নিজ ও পরিবারের স্ত্রী সন্তান মায়ের নিরাপত্তা চেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অত্র ঘটনার যেতে না যেতে আবারও একই বিবাদীগণ ফখরুল আলম মজুমদারের পৈতৃক সম্পত্তি বি.এস খতিয়ান নং-১০৩, বি.এস.দাগ নং-১০৭ সংক্রান্ত জমি দখল করার পায়তার চালিয়ে আসছে। উপরোক্ত জমির দাগ সমূহ নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত-৯ কুমিল্লা’তে মামলা পক্রিয়াধীন রয়েছে। মামলা পক্রিয়াধীন থাকাকালীন বিবাদীরা যথাক্রমে- মৃত.রহিম উদ্দিনের পুত্র কবির হোসেন(৫৫),কবির হোসেনের পুত্র খালিদ আহমেদ রিফাত(২৪)সহ আরো ৭/৮জন কুচক্রী ব্যক্তিরা ভুয়া জাল দলিল বানিয়ে এলাকায় ত্রাস করার পায়তারা চালাচ্ছে। এমর্মে বিজ্ঞ আদালত উক্ত বি.এস খতিয়ান নং-১০৩, বি.এস.দাগ নং-১০৭ এর আনীত কবির হোসেন ও খালিদ আহমেদ রিফাতের দায়েরকৃত দলিলকে জাল দলিল হিসেবে প্রমানিত করেছেন। এদিকে গত কয়েকদিন পূর্বে আমেরিকান প্রবাসীর বাড়িতে গিয়ে বিবাদীগণের যোগ সাজশে বিশ^রোড এলাকার নামধারী ক্যাডার অপু’র বিরুদ্ধে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ এসেছে। এ মর্মে প্রবাসী ফখরুল আলম মজুমদার পূণরায় তাহার পরিবারের নিরাপত্তা চেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারন ডায়েরী করেন। যাহার নং:৪৬৯, ০৯.৩.২০২২ইং। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবাসী ফখরুল আলম মজুমদারের বাবা শামসুল আলম হার্ট এর্টাকে মারা যান। শামসুল আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদ প্রকাশঃ  ১৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ