কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ক্রিকেট টুর্ণামেন্টকে ঘিরে উৎসবের আমেজ

সিটিভি নিউজ।।    নুরুল ইসলাম।। সংবাদদাতা জানান ===

কুমিল্লা ক্রিকেট কমিটির সৌজন্যে মুজিব শতবর্ষ উপলক্ষে “বিজয় দিবস কাপ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০” আগামী ১২ ডিসেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংবাদিক সংগঠন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং কুমিল্লা ক্রিকেট কমিটির সৌজন্যে আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্টকে ঘিরে সারা কুমিল্লায় এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ১২ ডিসেম্বর বিকেলে টুর্ণামেন্ট শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিবেন কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার আদলেই টানটান উত্তেজনাকর পরিবেশের মধ্যদিয়ে এই প্রথম বারের মতো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে “বিজয় দিবস কাপ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০”। (১) কুমিল্লা বিভাগ একাদশ, (২) নবাব ফয়জুন্নেছা একাদশ, (৩) ধীরেন্দ্রনাথ দত্ত একাদশ এবং (৪) শচীন দেববর্মণ একাদশ এই চারটি দলে নক আউট পদ্ধতিতে একদিনের এই ক্রিকেট টুর্ণামেন্ট এখন কুমিল্লার প্রতিটি মানুষের মুখে মুখে। ইতিমধ্যে ফেইস বুক ফেইস ও বিভিন্ন মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে সাংবাদিকদের সমন্বয়ে এই বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্ণামেন্ট। আগামী ১২ ডিসেম্বর খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে ৪টি টিমের খেলোয়াড়রা প্রতিদিন ভোরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। কুমিল্লার প্রবীণ ও নবীন সাংবাদিকদের নিয়ে গঠিত চারটি দলের প্রতিটিতে ২৭জন করে ১০৮জন সাংবাদিক অংশগ্রহন করছেন এই টুর্ণামেন্টে। টুর্ণামেন্টকে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির চার দলের চারজন অধিনায়নক আনোয়ার হোসেনম নুরুল ইসলাম, সুমন কবির ভুইয়া ও সাইফুল ইসলাম সুমনসহ প্রতিদিন কর্মব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লায় প্রতি বছরই সাংবাদিকরা ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে থাকে। তবে এ বারের আয়োজন অনেকটাই ভিন্নমাত্রার। তাঁরা বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীতে অনেক ঝুঁকি নিয়ে আমরা সংবাদকর্মীগণ মাঠে কাজ করে থাকি। তাই পেশাগত কাজের পাশাপাশি নিজেদের আনন্দ দিতে এবং সকল সাংবাদিকদের সম্পর্ককে আরো আন্তরিক ও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিজয় দিবস সিআরইউ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০ আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ উৎসব মূখর এ আয়োজনে সার্বিক সহযোগিতা করায় কুমিল্লা ক্রিকেট কমিটি ও কুমিল্লা স্টেডিয়াম কর্র্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির।
এদিকে ৪টি দলের মধ্যে (০১) কুমিল্লা বিভাগ একাদশের: টিম ম্যানেজার হিসেবে রয়েছেন আশিক অমিতাভ, মূল কোচ আবুল কাশেম হ্দৃয়, কোচ গোলাম কিবরিয়া, নির্বাচক এম সাদেক, ফিল্ডিং কোচ আসিফ তরুনাভ, ব্যাটিং কোচ হুমায়ুন কবির রনি, সহাকারি কোচ আমেনা বেগম শিউলি। এ দলের খেলোয়াড়দের তালিকায় যথাক্রমে-মাহাবুবুর রহমান কাশেম, মহিউদ্দিন মোল্লা, মনির হোসেন. হাবিব খাঁন, কামাল আতাতুর্ক মিসেল, এমদাদুল হক সোহাগ, খালিদ বিন নজরুল, তানভীর দীপু, আরিফ সেলিম ওপেল, আহসান হাবিব পাখি, মান্নান কবির ভুইয়া, মাসুদ আলম, গোলাম কিবরিয়া, আজগর শাহীন, জুয়েল রানা মজুমদার, সহিদুল ইসলাম সাকিব, জহিরুল হক রাসেল, এম এইচ মনির (সহ-অধিনায়ক), মো: আনোয়ার হোসেন (অধিনায়ক) এবং দেলোয়ার হোসেন জাকির-সাধারণ সম্পাদক সিআরইউ সহ মোট ২৭ জন। (০২) নবাব ফয়জুন্নেছা একাদশের টিম ম্যানেজার হিসেবে রয়েছেন নীতিশ সাহা, মূল কোচ সাইয়িদ মাহমুদ পারভেজ, কোচ এনামুল হক ফারুক, নির্বাচক আবুল খায়ের, ফিল্ডিং কোচ মাহাবুব আলম বাবু, ব্যাটিং কোচ হাবিব আল জালাল, বোলিং কোচ সৈয়দ আহাম্মদ লাভলু। খোলোয়াড় তালিকায় রয়েছেন-যথাক্রমে সেলিম রেজা মুন্সী, হুমায়ুন কবীর জীবন, ইমতিয়াজ আহামেদ জিতু, জসিম উদ্দিন চাষী, জাহিদুর রহমান, নেকবর হোসেন, জহিরুল হক বাবু, হালিম সৈকত, সালাউদ্দিন সুমন, রাজিব বনিক, তুহিন আহমেদ, মাইনুল হক স্বপন, আসাদুল হক বাবু, ওমর শারিদ বিধান, ওমর কাইয়ুম পলাশ, এম আর রানা, সৌরভ মাহমুদ হারুন, বিপ্লব হাসান, মো: নুুরুল ইসলাম (অধিনায়ক) ও অমিত মজুমদার (সহ-অধিনায়ক) সহ সর্বমোট ২৭জন। (০৩) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একাদশে-টিম ম্যানেজার হিসেবে রয়েছেন-মাসুক আলতাফ চৌধুরী, মূল কোচ গাজীউল হক সোহাগ, কোচ এম ফিরোজ মিয়া, নির্বাচক অশোক কুমার বড়–য়া, ফিল্ডিং কোচ মাসুদুর রহমান শিকদার, ব্যাটিং কোচ দিলীপ মজুমদার, বোলিং কোচ জাহিদ হাসান। এ দলের খেলোয়াড়দের তালিকায় যথাক্রমে-আনোয়ার হোসাইন, তাওহীদ হোসেন মিঠু, এন কে রিপন, সাইফ উদ্দিন রনি, আবদুর রহমান, রফিকুল ইসলাম, রবিউল বাসার খান, মারুফ কল্প, আলে এমরান, ফারুক আজম, শাহ ইমরান, শামসুল আলম রাজন, রাজিব সাহা, ম্যাক রানা, শরীফুল সুমন, আবুল কালাম আজাদ, সোহাগ মিয়াজী, সাইফুল ইসলাম সুমন (অধিনায়ক), আজিজুল হক (সহ-অধিনায়ক এবং ওমর ফারুকী তাপস সভাপতি (সিআরইউ) সহ সর্বমোট ২৭জন। (০৪) শচীন দেব বর্মণ একাদশে-টিম ম্যানেজার হিসেবে মো: রফিকুল ইসলাম, মূল কোচ খায়রুল আহসান মানিক, কোচ আরিফ অরুনাভ, নির্বাচক ইয়াসমিন রিমা, ফিল্ডিং কোচ জানে আলম দুলাল, ব্যাটিং কোচ জসিম উদ্দিন কনক ও বোলিং কোচ মোতাহের হোসেন মাহাবুব। এ দলের খেলোয়াড়দের তালিকায় যথাক্রমে-আবু মুসা, খালেদ সাইফুল্লাহ, জহির শান্ত, মাহফুজ নান্টু, দেলোয়ার হোসেন আকাইদ, আশিকুর রহমান আশিক, সৌরভ মাহমুদ, ফেরদৌস মাহমুদ মিঠু, মিজানুর রহমান রাতুল, জুয়েল খন্দকার, মাইনুদ্দিন মজুমদার, তামজীদ হোসাইন লিপু, ইশতিয়াক আহমেদ, শহিদুজ্জামান রাশেদ, শাহ আলম মজুমদার, আবদুল আউয়াল সরকার, তরিকুল ইসলাম তরুন, সাইফুল ইসলাম ফয়সাল, মো: সুমন কবির ভূঁয়া (অধিনায়ক) ও সোহরাব হোসেন সুমন (সহ-অধিনায়ক) সহ সর্বমোট ২৭জন।

সংবাদ প্রকাশঃ  ০৮১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ