কুমিল্লা কাউন্সিলর প্রার্থী সেলিম খানের পুত্রকে প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ

সিটিভি নিউজ।।   নিজস্ব প্রতিবেদক  জানান ==
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তার পুত্রকে নির্বাচনী প্রচারণায় বাঁধা ও সন্ত্রাসীদের দিয়ে হামলা, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কোণঠাসা করার অভিযোগ করেন সাবেক কাউন্সিলর সেলিম খান। তিনি গতকাল রোববার (১২) জুন নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। চারবারের সফল সাবেক কাউন্সিলর সেলিম খান বলেন- আমি রিটানিং অফিসারের নিকট ৩ জনকে অভিযুক্ত করে অভিযোগ প্রেরণ করি। অভিযুক্তরা হলো- মুরাদপুর (নাজির পুকুর পাড়) এলাকার মনু মিয়ার পুত্র পায়েল ও জুম্মান এবং মৃত জাফর প্রকাশ ফকিরের পুত্র শাকিলসহ ১৪/১৫ জন।
সাংবাদিক সম্মেলনে সেলিম খান আরও বলেন- আমার প্রতিপক্ষ আবুল কালাম আজাদ ওরফে হাসেম (কুমড়া প্রতীক) ইচ্ছাকৃতভাবে আমার শান্তিপূর্ণ প্রচার প্রচারণায় বাধা বিঘেœর সৃষ্টি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যাহা ফলশ্রুতিতে গতকাল ১২ জুন ২য় মুরাদপুর (নাজির পুকুর পাড়) এলাকায় আমি প্রচারনায় গেলে প্রতিপক্ষ প্রার্থী আবুল কালাম আজাদ হাসেমসহ স্থানীয় প্রভাবশালী ব্যক্তির নির্দেশে মনু মিয়ার পুত্র পায়েল ও জুম্মান এবং মৃত জাফর প্রকাশ ফকিরের পুত্র শাকিলসহ ১৪/১৫ জন আমাকেসহ আমার ভোটারদের এবং নির্বাচন সুষ্ঠভাবে করতে দিবে না, পেশি শক্তি ব্যবহার করে যে কোন উপায়ে হোক সুষ্ঠু নির্বাচন বানচাল করবে। রোববার দুপুর ১২টায় আমার ছেলে সোহেল খানসহ কয়েকজন অনুসারী নিয়ে আমার নির্বাচনী এলাকায় ভোটার স্লিপ বিলি করার কাজে  মুরাদপুর (নাজির পুকুর পাড়) অবস্থান কালে প্রতিপক্ষ তার অনুসারী জুম্মন, পায়েল, শাকিল আমাকে বাধা প্রদান করে এবং আমাকেসহ আমার ছেলেকে সোহেল খানের শরীরে লাঠি দিয়ে আঘাত করে ফুলা জখম করে। আমার সার্টের কলার ধরে টানাটানি করে আমাকে প্রকাশ্যে অপমান অপদস্থ করে, আমাদের হাতে থাকা ভোটার স্লিপগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং আমাদেরকে রক্ষা করে। তিনি আরও বলেন- সন্ত্রাসীরা বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যায় এবং  মুরাদপুর এলাকায় নির্বাচন প্রচারনা করতে দেখলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করবে। বর্তমানে আমি, আমার পরিবারসহ ভোটাররা নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে দিকে প্রকাশের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ প্রকাশঃ  ১২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ