কুমিল্লায় ভোট দিতে পারিনি ৪ জন,মেলেনি আঙুলের ছাপ

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ====
কুমিল্লার ১৫টি উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ২৬৭৯ জন ভোটার ইভিএমএ’র মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়া শুরু করেন। দুপুরের ইভিএমে ভোট দিতে কিছুটা বেশি অসুবিধা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেন। অনেকবার চেষ্টা করার পরও অনেকের আঙুলের ছাপ মিলছে না।
সোমবার (১৭ অক্টোবর) জেলার লালমাই উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১১টায় ভোট দিতে এসে আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারিনি এ কেন্দ্রের  ভোটার হাসানুল জামান,হাছিনা বেগম,হুয়ামান কবির,নূর ইসলাম।
তবে দুপুর ১.১৫ মিনিটে তাদের চারজনের একজনের ফিঙ্গার মিলেছে বলে জানান, ভোটার হাছিনা বেগম বলেন,সকাল ১১ টায় ভোট দিতে আসছি,এখন ১টায় বাজে ভোট দিতে পারিনি,স্যাররা বলে ভোট দিতে হলে ঢাকা অনুমতি লাগব।
হুয়ামান কবির বলেন,বাবারে  জীবনে প্রথম ইভিএমে ভোট দিতে আসছি,রোদে মাথাটা ঘুরাতেছে। স্যাররা বলে এখন ভোট দিতে পারব না। এ কেন্দ্র ১১৮টি ভোটের মধ্য ১১৪টি ভোট গ্রহণ করা হলে ভোট দিতে পারিনি এ চারজন জনপ্রতিনিধি।
এ জেলা পুর্বেই চেয়ারম্যান ও ৬ সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পর ৬৬ জন প্রার্থীর মধ্যে হচ্ছে ভোটের লড়াই চলছে।
এ বিষয় জানতে চাইলে লালমাই প্রিজাইডিং অফিসার জুনায়েদ হোসেন বলেন, এ বিষয় আমি কিছু বলতে পারব না, আপনারা ঢাকা অফিসের থেকে বক্তব্য নেন।সংবাদ প্রকাশঃ  ১৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ