কুমিল্লায় ধর্ষণের মামলায় গ্রেপ্তার, এস এম ই ফোরামের সিইও চাষী মামুন কারাগারে

সিটিভি নিউজ।। জেলা সংবাদদাতা জানান ===কুমিল্লায় এস এম ই ফোরাম নামক এক    প্রতিষ্ঠানের এক নারী পার্টনার তার অনাগত সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ধর্ষণের ঘটনার বিচার দাবি করে দায়ের করা মামলায় চাষী মামুন  প্রকৃত নাম সরদার শামস আল-মামুন ( পিতার নাম ইসমাইল হোসেন)    নামে এক এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জুন বুধবার গভীর রাতে ঢাকার মীরবাগ এলাকা থেকে সরদার শামস আল-মামুন (চাষী মামুন)কে গ্রেফতার করে।   কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গতকাল বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।  গ্রেপ্তারকৃত ধর্ষক মামুন প্রকাশে চাষী মামুন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।  গ্রেপ্তারকৃত চাষী মামুন এসএমই ফোরামের প্রতিষ্ঠাতা ও সিইও। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এস আই মো. আলমগীর এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী অবিবাহিতা। তিনি চাষী মামুনের মিথ্যা প্রলোভনে পড়ে তাকে একটি খালি চেক ও নগদ ৫ লাখ টাকা প্রদান করে এসএমই ফোরামের কুমিল্লা শাখার পার্টনার হয়ে কাজ করছিলেন। গত বছরের ৯ই ডিসেম্বর রাত ৮টার দিকে প্রতিষ্ঠানটির সিইও চাষী মামুন কুমিল্লা নগরীর শাখা অফিসে ওই নারী পার্টনারকে চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়েন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য মামুন ওই নারীকে নিষেধ করে এবং ভুক্তভোগী নারীও লোকলজ্জার ভয়ে এ ঘটনা কাউকে জানাননি। পরবর্তীতে চলতি বছরের গত ১৩ই ফেব্রুয়ারি আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ওই নারীর পেটে ৮ সপ্তাহ ৪ দিন বয়সের শিশুর অস্তিত্ব পাওয়া যায়।  ভুক্তভোগী নারী সাংবাদিকদের জানান, বিষয়টি চাষী মামুনকে জানালে সে পেটের বাচ্চা হত্যার জন্য বলে এবং তা না করলে তাকে হত্যার হুমকি দেয়। এতে অনাগত সন্তানের পিতার স্বীকৃতি ও ঘটনার প্রতিকার চেয়েও না পেয়ে তিনি বাদী হয়ে চাষী মামুনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৬ই মার্চ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। ভুক্তভোগী নারীর মতো ওই প্রতিষ্ঠানে আরও নারী পার্টনার আছে, । মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আলমগীর জানান, মামলাটি দায়েরের পর থেকে আসামি চাষী মামুন পলাতক ছিলেন। গত বুধবার রাতে তাকে ঢাকার মীরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। চাষী মামুন সাংবাদিকদের বলেন  আমি নির্দোষ।  তিনি আইনের কাছে ধরা পড়েছেন। আইনে যা হবার  তা হবে।

সংবাদ প্রকাশঃ  ০১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ