কুমিল্লায় উপহারের ঘরের টিন-কাঠ চুরি, থানায় মামলা

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লা সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের টিন ও কাঠ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ আগস্ট) উপজেলার দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়নের বড় আলমপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল (৩ আগস্ট) দুপুরে কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে ।
স্থানীয় সূত্র জানায়, ভূমিহীন দরিদ্রদের জন্য বড় আলমপুর গ্রামের মিয়ামী বেকারির পূর্বপাশে চারটি ঘর নির্মাণের কাজ চলছে। সোমবার (২ আগস্ট) দিবাগত রাতে একটি ঘরের সব টিন ও কাঠ চুরি হয়। বিষয়টি সকালে জানাজানি হলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলম বলেন, ‘এখানে চারটি ঘর নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে তিনটি ঘরের কাজ প্রায় শেষপর্যায়ে। অপর একটি ঘরের জন্য কেনা সব টিন ও কাঠ রাতের কোনো এক সময়ে চুরি হয়ে গেছে। চুরি হওয়া টিন ও কাঠের মূল্য প্রায় সাড়ে ৩৮ হাজার টাকা। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে চুরি যাওয়া টিন ও কাঠ কিনে দিয়েছি।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক বলেন, ‘বিষয়টি মেম্বার আমাকে জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নির্মাণের টিন ও কাঠ চুরি হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন বলেন, ‘নির্মাণাধীন চারটি ঘরের মধ্যে একটি ঘরের টিন ও কাঠ চুরি হয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে ঘর নির্মাণকাজ অব্যাহত আছে।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন,এ ঘটনায় দুপুরে অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।সংবাদ প্রকাশঃ  ০৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ