কুমিল্লার ব্রাহ্মণপাড়া ৯৯ বছর বয়সেও ভোট দিতে কেন্দ্রে শ্যামলা খাতুন 

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি   জানান ====
কুমিল্লায় বয়সের ভারে নুয়ে পড়েছেন ৯৯ বছর বয়সের বৃদ্ধা শ্যামলা খাতুন। জীবনের দীর্ঘ সময়ে বহুবার ভোট দিয়েছেন নিজে। এখন হাঁটতে কষ্ট হয়, তাই নাতির হাত ধরে ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে। পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে নাতির হাত ধরে বাড়ি ফেরার পথে জানালেন নিজের ভোট নিজে দিতে পরে আনন্দিত তিনি।
তিনি  বলেন, শেষ ইচ্ছেটা পূরণ হলো। এখন ভোট দেয়া অনেক সহজ, কোনো ঝামেলা নেই।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
শ্যামলা খাতুন বলেন,একসময় স্বামীর সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি। এখন স্বামী নেই, তাই নাতীর হাত ধরে ভোট কেন্দ্রে এসেছি। মনের আশা পূরণ হয়েছে।
উল্লেখ, চতুর্থ ধাপে কুমিল্লার ৩ উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়। অন্য সময়ের তুলনায় এই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল বেশি। পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।সংবাদ প্রকাশঃ  ২৬-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ