কুমিল্লার নতুন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান 

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি    জানান ==
দেশের ৯ টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে কুমিল্লা জেলার জেলা  প্রশাসক হিসেবে মোঃ কামরুল হাসান কে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে  তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস-২১ ব্যাচের কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
তাহার  গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার  কাশেম আলীর ছেলে।কাশেম আলী  প্রথম জীবনে শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। মায়ের নাম সাজেদা খাতুন (রত্নগর্ভা)। তাঁরা ৫ ভাই ও ৪ বোন। তাদের মধ্যে ৬ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাই-বোনদের মধ্যে চারজনই সরকারি কর্মকর্তা (বিসিএস ক্যাডার)।
ভাইদের মধ্যে সবার বড় কামরুল হাসান হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত নতুন আদেশ( কুমিল্লা জেলা  প্রশাসক), তার পরের জন আনোয়ার হোসেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। এক ভাই রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউটের সহকারী রেজিস্ট্রার (বিসিএস ২৮তম ব্যাচ)। এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে আছেন (বিসিএস-৩১তম ব্যাচ)। আরো দুইজন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
এক প্রতিক্রিয়ায় মোঃ কামরুল হাসান জানান,ইতিহাস ঐতিহ্যের পাদপীঠ কুমিল্লার  জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুমিল্লা বাসীর সেবা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।সংবাদ প্রকাশঃ  ২৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ