কুমিল্লার চান্দিনায় কৃষক সেজে সহকারী পুলিশ সুপারের অভিযান: ১০ জুয়ারী আটক

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  ====
কুমিল্লার চান্দিনায় জুয়া খেলার জন্য খোলা মাঠ বেছে নিয়েছে জুয়ারী চক্র। যাতে কেউ আসলে দূর থেকেই দেখা যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে জুয়ারীদের এমন কৌশল।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চান্দিনা-দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিষয়টি জানার পর জুয়ারীদের ধরতে ছক আঁকতে শুরু করেন। পরবর্তীতে গত ২৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে পুলিশ ফোর্স নিয়ে কৃষক সেজে চান্দিনা উপজেলার ঘাটিগড়া এলাকার বিশাল মাঠের মাঝে ত্রিপল টানিয়ে বসা জুয়ার বোর্ডে অভিযান চালান। পুলিশের অভিযানে ১০ জুয়ারীকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এসময় জুয়ার বোর্ড থেকে প্রায় ৪০ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার দারোরা গ্রামের এরশাদ মিয়ার ছেলে মো. মামুন (২৫), কংগাই গ্রামের মৃত লক্ষণ চন্দ্র সরকারের ছেলে অমর চন্দ্র সরকার (১৯), মহিচাইল গ্রামের মৃত জামাল উদ্দিন এর ছেলে নুরুল ইসলাম (৩৮), কংগাই গ্রামের ছিদ্দিকুর রহমান এর ছেলে মো. আব্দুল জলিল (২৪), পুনসাই গ্রামের মোবারক হোসেন মো. ওয়াসিম (৩২), কেশেরা গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে সাইদুল ইসলাম (২৮), হোসেনপুর গ্রামের মৃত মোতালেব এর ছেলে সাইফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর আলম এর ছেলে সোহেল মজুমদার (৩৫), মৃত ইয়াছিন মজুমদারের ছেলে মো. আলিম মজুমদার (২৫), ছিদ্দিুকুর রহমান এর ছেলে শওকত হোসেন (১৯)।
চান্দিনা-দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জুয়েল রানা জানান- বিশ্বস্ত সূত্রে জানতে পারি ওই গ্রামের বিশাল ফসলী মাঠের প্রজেক্টের পাড়ে ত্রিপল টানিয়ে জুয়া খেলা চলে। যা সড়ক থেকে অনেক দূরত্বে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে হানা দেওয়ার আগে দূর থেকে দেখেই পালিয়ে যেতে পারে সেই কৌশলেই ওই স্থানটি নির্ধারণ করে। এছাড়া প্রবেশপথ গুলোতে থাকে তাদের মোবাইল টিম। প্রশাসনের লোকজন দেখা মাত্র ফোন জানিয়ে দেওয়া হয় জুয়ার বোর্ডে। তাতেই পালিয়ে যায় জুয়ারীরা। আমি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে কৃষকের পোশাক ধারণ করাই এবং ছিন্ন-বিচ্ছিন্ন ভাবে কৃষকরা জমির আইল দিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করি। এঘটনায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুস সুলতান বাদী হয়ে মামলা দায়ের করেন।সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ