কুমিল্লার অপরাধ দমনে প্রয়োজন সবার সচেতনতা= কুমিল্লা পুলিশ সুপার

সিটিভি নিউজ।।   নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, অপরাধ দমনে এখন প্রয়োজন সবার সচেতনতা।  শনিবার সন্ধ্যায় নগরীর দ্বিতীয় মুরাদপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম এ কথা বলেন।
নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি- নারী বান্ধব দেশ গড়ি স্লোগানে আয়োজিত মতবিনিময় সমাবেশে পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম আরো বলেন , কুমিল্লার ১৮ থানা এলাকায় ২৪৩ টি বিট অফিস করা হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আশা করি খুব দ্রুত নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ বন্ধ হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ হাশেম। বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর নুরজাহান আলম পুতুল, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মহসিন আহমেদ।
সমাবেশ সমন্বয় করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন, ট্রাফিক পরিদর্শক কামাল উদ্দিন, চকবাজার ফাঁড়ির আইসি পরিদর্শক জাকির হোসেন, ২য় মুরাদপুর এলাকার বিট অফিসার এসআই তানজীরসহ মুরাদপুর এলাকার বাসী।সংবাদ প্রকাশঃ  ১৮১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ