কারাবন্দি বিএনপি কর্মী মোটরসাইকেল পোড়ানো মামলায় আসামি!

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পোড়ানোর মামলায় জেলে থাকা বিএনপি কর্মীকেও আসামি করার অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ অক্টোবর) রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন আবু বক্কর নামে এক ছাত্রলীগ নেতা।
মামলার ৪২ নং আসামি করা হয় মোঃ মনিরকে (৩৮)। মামলার বাদী ছাত্রলীগ নেতা আবু বক্কর মামলার এজাহারে দাবী করেন গত শনিবার (২৮ অক্টোবর) রাতে মনিরসহ আসামিরা সংঘবদ্ধ ভাবে তার উপর হামলা করে মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এদিকে গত ২৭ অক্টোবর মনিরকে আটক করে পুলিশ। পরে ঢাকার ওয়ারী থানার ২০২২ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
বর্তমান মনির ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বলে জানা গেছে। কারাবন্দি থাকা অবস্থায় ২৮ অক্টোবর রাতে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেল পোড়ানোর ঘটনার মামলার আসামি হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, ২৭ অক্টোবর গ্রেপ্তার করা হয় মনিরকে। বর্তমানে সে ঢাকায় কারাবন্দি আছে ওয়ারী থানার মামলায়। কারাবন্দি আসামি কিভাবে মোটরসাইকেল পোড়ালো তাই বিস্ময়।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, একটি মামলা হয়েছে, মামলায় একজন গ্রেপ্তার আছে। এজাহারে ৪২ নং আসামী বিএনপি কর্মী মনির বর্তমানে কারাগারে রয়েছেন তাকে কি ভাবে আসামী করা হলো জানতে চাইলে তিনি বলেন, এটা মামলার বাদী বলতে পারবে আমি এ ব্যাপারে জানিনা।

সংবাদ প্রকাশঃ ৩০১০২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ