করোনা ফিল্ড হাসপাতাল স্থাপনের কার্যক্রম পরিদর্শন করলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী

সিটিভি নিউজ।। মোহাম্মদ আলী হাজারী সংবাদদাতা জানান ===    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের কার্যক্রম   রবিবার ২৫ জুলাই ২০২১  দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাহিদ মালেক, এমপি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের কার্যক্রমের অগ্রগতির খোঁজ-খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং অত্র বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাথে ছিলেন।

পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি উপস্থিত সাংবাদিকদের কাছে আগামী সপ্তাহে সেখানে করোনা রোগী ভর্তি কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড ফিল্ড হাসপাতাল স্থাপনের কার্যক্রম নিরলসভাবে এগিয়ে চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের যত দ্রুত সম্ভব ভর্তির কার্যক্রম শুরু করা যায় সেই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মাননীয় মন্ত্রী জাহিদ মালেক, এমপি  আরো বলেন, বর্তমানে করোনা ভাইরাস গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। বয়স্কদের মধ্যে যারা ভ্যাকসিন নেয়নি তাদের অবস্থার দ্রুত অবনতি হচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছেন। বর্তমানে সংক্রমণ ও মৃত্যুহার আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা চলতে থাকলে রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া কঠিন হয়ে পরবে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ অতি দ্রুত প্রতিরোধ করতে হবে। সবাই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, কঠোর লকডাউন মেনে চলুন। সরকার জনগণের জন্য ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আগামীতে প্রতি মাসে ১ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা রয়েছে। প্রথমে ডাক্তার, নার্সসসহ সম্মুখসারির যোদ্ধাদের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত নির্ধারণ করা হবে এবং পরবর্তী সময়ে ১৮ বছরের সকল নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।  মাননীয় মন্ত্রী আরো জানান, সরকার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার সাথে সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম  জহুরুল হক সাচ্চু, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।  সংবাদ প্রকাশঃ  ২৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ