কঠোর লকডাউনে মানবেতর জীবনযাপন করছে ব্রাহ্মণপাড়ার বেদে সম্প্রদায়

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন  ব্রাক্ষণপাড়া কুমিল্লা  সংবাদদাতা জানান ===
কঠোর লকডাউনে মানবেতর জীবনযাপন করছে ব্রাহ্মণপাড়ার বেদে-পল্লীতে বসবাসকারী বেদে পরিবাররের সদস্যরা। বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদে বেদে পল্লীটি অবস্থিত। এগারটি পরিবারের প্রায় ৪০জন সদস্য নিয়ে তারা এখন কঠিন লকডাউনে মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে বেদে পল্লীতে বসবাসকারী মজিব মিয়া জানান, স্বামী স্ত্রীসহ তাদের দুই ছেলের সংসার। কঠোর লকডাউনে কোন কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে আমরা এখন দিনাপাত করছি। বাতাসী বেগম জানান,মানুষের বাড়িতে গেলেই আজকাল তাড়িয়ে দেয়। আমরা দৈনন্দিন শিংগা,শিংগা লাগানো,ঝাড়ফুক এবং বিভিন্ন ধরনের তাবিজ কবজ এবং পুরুষরা সাপ ধরা,স্বর্ণ তোলা,সাপের খেলা দেখিয়ে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে আমাদের সংসার জীবন চলে। কিন্তু সরকার ঘোষিত লকডাউনে এখন আমাদের কাজকর্ম একদমই নেই। সে কারনে এখন আমরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। এছাড়াও কাকলি বিবি বলেন, গত ১৫-২০ দিন পূর্বে উপজেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছি। যা ছিল আমাদের জন্য অতি নগন্য। এছাড়া তিনি আরো বলেন,এইবেলা ছেলেমেয়েদের নিয়ে একবেলা খেলে আরেক বেলা খাবার জোটে না আমাদের, শাক তুলে এনে সিদ্ধ করেছি,ছেলেমেয়েদের নিয়ে খাবো। টাকার অভাবে বাজারে গিয়ে খরচ করা সম্ভব হয়ে উঠে না। তাই এখন পর্যন্ত আমরা খুবই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সরকার যদি আমাদেরকে একটু ব্যবস্থা করে দেয় তাহলে খুবই উপকার হতো।সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ