কুসিক নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯৩০টি মোটরসাইকেল জব্দ,৩০ লক্ষ টাকা জরিমানা

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি জানান =====
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহানগরীতে ১৫টি পুলিশের চেকপোষ্ট কাজ করছে। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এসব চেকপোষ্টে ৯৩০টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল জব্দ করে প্রায় ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা পুলিশ লাইনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর  আহমেদ  অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন- আজ  আরো ৫০ জন আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারেও পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাজন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এবং ডিআইওয়ান মনির আহমেদ  উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ০৬-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ