করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের পদক্ষেপ

সিটিভি নিউজ।।   খন্দকার দেলোয়ার হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমন দ্বিতীয় ঢেউ বেড়ে গেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ জনসচেতনতার অংশ হিসেবে বেশ কিছু পদক্ষে গ্রহন করেছে। সিনিয়র জেল সুপার শাহজাহান আহম্মেদ, জেলার মোঃ আসাদুর রহমান জানান কারারক্ষীসহ ৫৩৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তার মধ্যে ৪০৮ জন কর্মরত রয়েছে। এদের মধ্যে বন্দী রয়েছে ২৬০৭ জন,মহিলা ১২৫ জন। তাদের সাথে শিশু ১২ জন। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ, চীন, ইতালী, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা, লেবানন, মিশর ,সুইডেন,সিংগাপুর,মালয়েশিয়া,ইন্দোনেশিয়া,পাকিস্তান,ডেনমার্ক,জাপান,ফ্রান্স,কুয়েত, সৌদিআরব,ইসরাইলসহ বিশ্বের ১৯৫টি দেশ যখন মহামারি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রায় ২৮ লাখ ৩৯ হাজার মানুষ মারা যায়,তার মধ্যে বাংলাদেশের ৯ হাজার ১’শ’ ৫৫ জন মারা যায়। এই সংক্রমন সার্বিক পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তারা বলছে,সংক্রমনের হার একটা স্থিতিশীল অবস্থায় ছিল। সনাক্তের হার ৩% নেমে এসেছিল। সেখান থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। মনে হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমন রিতিমত সুনামীর মতো। করোনা ভাইরাস প্রতিরোধেজনসচেতনতার অংশ হিসেবে কুমিল্লা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ কারাগারে যে সমস্ত পদক্ষেপ গ্রহন করেছে তার মধ্যে কারারক্ষীরা সকালে জেলখানার ভিতর ৬৪ জন একসাথে প্রবেশ কালে সবাই মাস্ক পরিহিত হাত সাবান দিয়ে প্রবেশ করতে হবে। ৬৪ জন করে যতটি গ্রুপ কারাগারে প্রবেশ করবে সবাইকে হাত ধুয়ে মুখে মাস্ক টড়তে হবে। জেলখানায় বন্দীদের সুরক্ষিত নাখার জন্য তাদের কক্ষে সাবান,পারি রাখা হবে। তারা যেন হাত ধৌত করে নিজেকে জীবানু মুক্ত রাখতে পারে। বন্দীদের সাথে তাদের নিকটাতœীয়রা ফোনে সাপ্তাহে একবার কথা বলতে পারবেন। বন্দীদের জেলখানা থেকে আদালতে যাওয়া-আসা নিয়ন্ত্রণ রক্ষার্থে ভার্চুয়াল কোর্ট করার আহবান। কারারক্ষীরা করোনাকালীন কেউ ছুটি যেতে পারবেনা। নতুন বন্দীদের জেলখানায় প্রবেশ কালে তাদের তাপমাত্রা মেপে কারাগারে প্রবেশের পর তাদেরকে ১৪ দিন আইসোলেশনে আলাদা রাখা হবে। এরা কারাগারে অন্য বন্দীদের সাথে মিশতে পারবেনা। বন্দীদের মেডিকেলে নেওয়ার সময় কারারক্ষীরা পিপি পরিধান করবে। দর্শনার্থীরা কারাগারে প্রবেশ কালে মুখে মাস্ক,গেটে সাবান দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে। যে কোন ধরনের মাদক নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা। এই নির্দেশনাগুলো গত ২এপ্রিল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে। সোমবার থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কারা বন্দীদের সাথে দেখাস্বাক্ষাৎ নিশেধ ঘোষনা করেছে কারা কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশঃ  ৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ