হোমনায় তিনদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

সিটিভি নিউজ।।    মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৩দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সাড়ে ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমন’দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ।
বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষক মো. শাহ আলম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইবি’র উপ-পরিচালক জাকির হোসেন, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, তিতাস প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক সহ আরো অনেকে।
কর্মশালায় বক্তারা বলেন, যেকোনো পেশায় মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন। সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নের জন্যও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারণ অন্য যে কোনো পেশার চেয়ে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক সাংবাদিকদের কে যত বেশি প্রশিক্ষণ দেয়া যাবে তারা নিজেকে তত বেশি সমৃদ্ধ করতে পারবে। পাশাপাশি তরুণ সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত প্রয়োজন বলে মনে করছেন।
এদিকে তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষণে সাংবাদিকতা তথ্য সংগ্রহ রিপোর্ট তৈরি অনুসন্ধানী সাংবাদিকতা যোগাযোগ সাংবাদিকদের নীতি নৈতিকতা সংবাদপত্রে ভাষার ব্যবহার রিপোর্ট লেখার কৌশলসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়।
পরে হোমনা ও তিতাস দুই উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৩৬ জন সাংবাদিক অংশ নেন।সংবাদ প্রকাশঃ  ২৭-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ