সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের অভিযান

সিটিভি নিউজ।। মানিক ঘোষ    ঝিনাইদহ প্রতিনিধি-  জানান ====
সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের আলহেরা মোড়, মুজিব চত্তর ও পায়রা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ সালাহউদ্দিন জানান, সড়ক, মহাসড়কে চলাচলরত ইটভাঙ্গা গাড়ি, মিক্সার মেশিনের উপর দাঁড়িয়েছে শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করে। এছাড়াও পাটকাঠি নিয়ে নসিমন-করিমনে এক জেলা থেকে অন্য জেলায় এত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে যে তারা ডানে-বামে কিছুই দেখতে পায় না। ফলে প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই ট্রাফিক পুলিশ এই সব ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১০ টি এ ধরনের গাড়ি পজ মেশিন এর মাধ্যমে জরিমানা করা হয় এবং প্রতিটি চালক ইউক্যাসের মাধ্যমে গাড়ি প্রতি ২৫ শত টাকা জমা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকার মাধ্যমে গাড়ি ছাড়িয়ে নেয়।
তিনি আরো জানান, যতদিন পর্যন্ত এ ধরনের গাড়ি চলতে থাকবে ততদিন এ অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা টিআই সালাহউদ্দিন, টিআই গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুস্তাফিজুর রহমান, টিএসআই ইউনুস আলী, এটিএসআই আব্দুর রাজ্জাক, এটিএসআই মফিজ সহ সঙ্গীয় ফোর্স।

সংবাদ প্রকাশঃ  ১০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ