সোনারগাঁও হতে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : র‌্যাব-১১ শনিবার (১৩ আগষ্ট) সকালে জেলার সোনারগাঁও থানার আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ কবির (৩৪) ও নজরুল ইসলাম (২৬)। এ সময় গ্রেফতারকৃত দের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী কবির চট্টগ্রাম জেলার ডবলমুড়ি থানাধীন ওলিফজর মেম্বার বাড়ী এলাকার মৃত সামসু হাওলাদার এর ছেলে এবং অপর আসামী নজরুল ইসলাম কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাধীন অষ্টগ্রাম এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পন্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল, বিদেশী বিয়ার ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ