সুবর্ণ জয়ন্তী প্রাক্তন এবং নতুনের ভারে মুখরিত বিদ্যালয়ের আঙ্গীনা

সিটিভি নিউজ।।    এবিএম আতিকুর রহমান বাশার,  দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি)//  জানান =====
বিদ্যালয়ের আঙ্গীনা দিনভর ছিল প্রাক্তন আর নতুনের পদভারে মিলন মেলায় মুখরিত। শুক্রবার সকাল ১০টা থেকে দেবীদ্বার মোহাম্মদপুর আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের দৃশ্যটি ছিল এমনটাই।
অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বলেন, মানবদেহে ৭০ ট্রিলিয়ন ইলেক্ট্রিক অনু আছে যার মাধ্যমে একটা সমাজকে আলোকিত করা এবং ধ্বংস করা যায়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে হবে। সেই শক্তিটা হলো তোমাদের মেধা, চেষ্টা এবং কর্ম। যা বিকশিত করবে মানুষ তথা মানব সভ্যতার কল্যানে
অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মোঃ জামাল হোসেন, মোহাম্মদপুর আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদপুর আব্দুর রাজ্জাক উচ্চদ্যালয়ের পরিচালা পর্ষদ সভাপতি মো. নজরুল ্ইসলাম সরকার, মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মোঃ এজাজ মাহমুদ, সাবেক উইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকার, শিক্ষক মোঃ আমির হোসেন, বন্ধু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ ওয়াদুদ প্রমূখ। সঞ্চালনায় ছিলেন টিএনটি কলেজ’র প্রভাষক পাপিয়া জান্নাত পলি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব কাচিসাইর ফখরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফরোজ সরকার।
বিকেল ৩টা থেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রাক্তন ও নতুন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের স্মৃতিচারণ এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ক্যাপশন ঃ দেবীদ্বার মোহাম্মদপুর আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

সংবাদ প্রকাশঃ ৩০০৯২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ