সিটি কর্পোঃ চাকুরীর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক আটক

সিটিভি নিউজ।।    প্রেস বিজ্ঞপ্তি  ।।  র‌্যাব-৩ এর অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কবিরকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার।
রাজধানীর খিলগাঁও এলাকা হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা ১। মোঃ কবির (৪৮), পিতা-মৃত আবুল হাসেম, সাং-মুরাদনগর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে ০৪/১২/২০২২ তারিখ রাত ০৮৩৫ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার।

তিনি জানান, ধৃত আসামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধশত বেকার চাকুরীপ্রার্থী যুবকের নিকট হতে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে আসছে। ধৃত কবির একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকুরী করত এবং গত চার বছর পূর্বে সে বহিষ্কৃত হয়। বহিষ্কৃত হওয়ার পর থেকে সে প্রতারণামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকে তার পেশা বানিয়ে নেয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ০৫-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

 

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ