শুরু হয়েছে নাট্য সংগঠন ভিসিটির পুনর্মিলন 

সিটিভি নিউজ।।     নিজস্ব প্রতিবেদকঃ  জানান ===কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) এর পুনর্মিলন অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার বিকাল থেকে শনিবার দিনব্যাপী অনুষ্ঠান চলবে। ভিসিটির সাবেক-বর্তমান সদস্যদের মিলন মেলা উপলক্ষে আনন্দ, আড্ডা উচ্ছ্বাসে মেতে উঠেন নাট্যকর্মীরা। অনেকে আবার স্মৃতি রোমন্থন করছেন, গল্পের ঝুড়ি মেলে ধরেছেন। কেউ কেউ তাদের স্ত্রী সন্তানদেরও নিয়ে এসেছেন অনুষ্ঠানে। নতুন-পুরাতনদের মাঝে পরিচয়, গল্প গানে মেতে উঠেন সবাই।

শুক্রবার বিকালে ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রী শাখার মোতাহের হোসেন লাইব্রেরি ভবন ও সংগঠনটির অফিস-মহরা কক্ষ ব্যাপক সাজসজ্জা করা হয়। বিভিন্ন ফটো ফ্রেমে পোজ দিতে থাকেন অংশগ্রহণকারীরা। শনিবার দিনব্যাপী কুমিল্লা কোটবাড়ি এলাকার ব্লু ওয়াটার পার্কে পুর্নমিলন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দেশের অন্যতম চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলম জানান, ২০০৯ সালে ২১ ফেব্রুয়ারি এক ঝাঁক তরুণ নিয়ে গড়ে তুলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। সেই থেকে যাত্রা শুরু করে মঞ্চ নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে সংগঠনটি। বর্তমানে ১৬ তম বর্ষে পদার্পন করেছে সংগঠনটি।

সংবাদ প্রকাশঃ ২৩০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ