রূপগঞ্জে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষ ছাত্রদল নেতার বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ আহত-১০

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের জেরে জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদুর রহমানের বাড়িঘরে হামলা, ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে তার বাবা মা ও পরিবারের সদস্যদের। গুরুতর আহত অবস্থায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নির্দেশে বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যুর প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি ও ভোটবিহীন সরকারের পদত্যাগের দাবিতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা থেকে ভুলতা বাসষ্টেশনের দিকে আসার পথে যুবলীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া ও হামলা করলে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা ফিরে গেলে মাসুদের বাড়িতে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এসময় তার বাড়িঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় পরিবারের সদস্যদের। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ  ১৮-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ