মুরাদনগরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

কুমিল্লার মুরাদনগরে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বনার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

সিটিভি নিউজ।।      বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে :==============
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিভিন্ন কর্মসূচির মাধ্য দিয়ে সোমবার উৎসবমূখর পরিবেশে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত বণার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা শেষে সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমূল হুদার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, শিমুল বিল্লাল, জাকির হোসেন, শুকলাল দেবনাথ, আবদুর রহিম পারভেজ, জাকির হোসেন, আবুল বাসার খান, আবুল কালাম আজাদ, গোলাম কিবরিয়া খোকন, ইকবাল সরকার, কাজী তুফরীজ এটন, কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, সৈয়দ সওকত আহম্মেদ, আবু মুছা সরকার, কামাল উদ্দিন খন্দকার, আবদুস ছামাদ মাঝি, আরমান মিয়া, তৈয়বুর রহমান তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটর জাহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ কে আজাদ, বাঙ্গরা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন, মুরাদনগর থানার ওসি (তদন্ত) আজিজুল বারি, বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত, কুমিল্লা জেলা পরিষদ সদস্য খন্দকার মমতাজ বেগম, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এসডিএ’র উপ নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় ও প্রত্যাশার নির্বাহী পরিচালক রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, কাজিয়াতল দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে ১২ জন সুবিধা ভোগির মাঝে ৬ লাখ টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।

সংবাদ প্রকাশঃ ০৩০১২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ