ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে  “মুজিব মানে মুক্তি” নাটক মঞ্চস্থ

সিটিভি নিউজ।।    বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত নাটক “মুজিব মানে মুক্তি” মঞ্চস্থ করেছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। ক্যাম্পাসের মুক্ত মঞ্চে অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যাত্রিক নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ তপন সেনগুপ্ত ও জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহমুদ। বক্তারা বলেন দেশ মাতৃকাকে শত্রমুক্ত করতে বঙ্গবন্ধুর অবদান বিশ্বে অবিস্মরণীয়। তাই আগামী প্রজন্মের কাছে তাঁর ত্যাগ ও সংগ্রামের মাহাত্ম্য তুলে ধরতে হবে। নাট্যচিত্রে বঙ্গবন্ধুকে তুলে ধরায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরা। নাটকটিতে বঙ্গবন্ধুর শৈশব,কৈশোর ও যৌবনের  পাশাপাশি ৫২’র ভাষা আন্দোলন এবং  মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক   মনোমুগ্ধকরভাবে নাটকটি উপভোগ করেন। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রত্যেকেরই নিজেদের মেধা ও শক্তিমত্তাকে কাজে লাগানো উচিত।সংবাদ প্রকাশঃ ১৪১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ