ব্রাহ্মণপাড়া শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

সিটিভি নিউজ।।    ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি  জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন স্মরণ। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের দাতা সদস্য মুহাম্মদ আবু ছাইব বাপ্পি, আজীবন দাতা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব অপি।
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সাংস্কৃতিক সপ্তাহের আহবায়ক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শরীফ খাঁন, সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবীবুর রহমান, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, প্রভাষক ওবায়দুল হক, সেবিকা রানী সাহা, ননী গোপাল সূত্রধর, শারমিন রেজা, যীশু কুমার দে প্রমূখসহ প্রতিষ্ঠানটি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহে কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীতসহ মোট ২৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ মাধ্যমে সাংস্কৃতিক সপ্তাহের সমাপ্তি হবে।

ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে সাংস্কৃতিক সপ্তাহের শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

সংবাদ প্রকাশঃ ১২১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ