ব্রাহ্মণপাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।।   মোঃ বাছির উদ্দিন।। সংবাদদাতা জানান ====
বর্ডার গার্ড বাংলাদেশ সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ২০০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ, বিজিবিএম পিএসসি। এসময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি’র) সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, শশীদল ক্যাম্প কমান্ডার ফারুক কামালসহ অন্যান্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন। অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি দুই শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জনস্বার্থে বিজিবির এ ধারা অব্যাহত থাকবে। ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।সংবাদ প্রকাশঃ ২৮০৩২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ