ব্রাহ্মণপাড়ায় জমজমাট ঈদের বাজার 

সিটিভি নিউজ।।     মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
আগামী কয়েক দিন পর উদযাপিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দিন যতই যাচ্ছে, দোকান ও বিপনীবিতান গুলোতে ততই বাড়ছে ভিড়। ঈদ ঘিরে রমজানের মাঝামাঝি সময়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দোকান ও ফুটপাতে
কেনাকাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। নিজেদের সাধ্যমতো কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। মহামারি করোনার কারণে গত দুই বছর ধরে ঈদ বাজারের বেচাকেনা তেমন না হওয়ার লোকসান এ বছর পুষিয়ে নিচ্ছেন ছোট বড় ব্যবসায়ীরাও। ক্রেতা-বিক্রেতাদের দর-কষাকষিতে মুখর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিপণিবিতান থেকে ফুটপাত পর্যন্ত। ব্রাহ্মণপাড়া বাজারে মার্কেটগুলোয় ঘুরে দেখা যায়, কোথাও এতটুকু পা ফেলার জায়গা নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দিনের থেকে রাতেই ক্রেতা বেশি দেখা যায় বিপণিবিতান গুলোতে। মার্কেটের ভেতরের দোকানগুলো থেকে রাস্তার পাশের বিপণিবিতান এবং অস্থায়ী খোলা দোকানে বেশি ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। অনেকের পোশাক হয়তো পছন্দ হয়েছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই দাম মিলছে না বলে। তারপরও খুশি এসব নিম্ন ও মধ্য আয়ের ক্রেতারা নিজেদের পছন্দানুযায়ী পোশাক কিনতে পেরে। পোশাক কিনে এক টুকরো হাসি নিয়ে অবশেষে বাড়ি ফিরছেন অনেকে। শহরে কান্দিরপাড় মার্কেটের রাস্তার পাশের দোকান থেকে নিজের সন্তানের পোশাক কিনছেন জলিল মিয়া। তিনি বলেন, “আমার ছোট মেয়ের জন্য জামা কিনতেছি। মার্কেটের দোকানে অনেক দাম। এখানে কম দামে কিনতে পারছি।” ধর্মপুরের বাসিন্দা শিউলি বেগম বলেন, “আমার ছেলের বয়স ১৩ বছর। মার্কেটের ভেতরে একটা প্যান্ট দেখলাম  ১২ শত টাকার মতো দাম চাইছে। খোলা এই দোকানে ৫০০ টাকার মধ্যে কিনতে পারছি।” রাস্তার পাশে দোকান ব্যবসায়ী আবদুল হান্নান বলেন, “করোনার কারণে গত দুই বছর ব্যবসা করতে পারিনি। এ বছর বেচাকেনা ভাল। তারপরও যেসব ক্রেতা আসছেন, নামমাত্র লাভ করে বিক্রি করছি।” আরেক কাপড় ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, “গত কয়েক দিন ধরে বেচাকেনা একটু বাড়ছে। কিন্তু আগেকার মতো আমাদের চাহিদামতো বেচাকেনা হচ্ছে না।”সংবাদ প্রকাশঃ ১০০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ