বুড়িচংয়ে শংকুচাইল-লড়িবাগ সড়কের -ব্রিজ তো নয়,যেন মরণ ফাঁদ

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন  সংবাদদাতা জানান ===
কুমিল্লার বুড়িচং উপজেলারশংকুচাইল-বারেশ্বর-লড়িবাগ  সড়কের নির্মিত ব্রিজ ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে।এই সড়কের ব্রিজটি উপর কয়েক গ্রামের বাসিন্দা যাতায়াত করেন। এছাড়া ব্রিজটি দিয়ে স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, প্রতিদিন হাজার হাজার মানুষ ও সিএনজি,রিক্সা, অন্যান্য গাড়ি যাতায়াত করে থাকে।স্থানীয়রা  জানান, গত কয়েক বছর যাবৎ ব্রিজটির রেলিং ও ঢালাইয়ের একাংশ খসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর দিয়ে কোনোমতে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।বুধবার সরেজমিনে গিয়ে জানা যায় যানবাহন মালামাল ঝুঁকি নিয়ে পাড় হচ্ছে এবং কিছুদিন পিকাআপসহ তিনটি গরু ব্রিজের ফাটল দিয়ে নিচে পড়ে আহত হয়। তিনটি গরু গুরুতর হলে পরে জবাই করা হয়েছে। এই ভাবে প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হচ্ছে পথচারীরা।তারা আরো জানান,এই সড়কের কাজ কচ্ছপ গতিতে চলছে, যার কারণে যানবাহন চালাচল করতে অনেক কষ্ট হচ্ছে । স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ প্রকাশঃ ১০০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ