বুড়িচংয়ে পৈত্রিক সূত্রে ভূমির জায়গা নিয়ে উভয় পক্ষের বিরোধ

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন     স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচংয়ে পৈত্রিক খরিদ ভূমির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত উভয়
পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনাটি ঘটেছে ২ নং বাকশীমূল ইউনিয়নের
আজ্ঞাপুর (উজ্জ্বল মিয়ার বাড়ী) সংলগ্ন বড় আনন্দপুর মৌজায় ২৬১ নং খতিয়ান
সংলগ্ন বিবদমান ভূমিতে। এ ব্যাপারে জমির মালিক আজ্ঞাপুর গ্রামের মৃত. বজলু
মিয়ার ছেলে মো. জসিম উদ্দীন (৬৫) বাদী পক্ষে বুড়িচং থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করেন। দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়- মো. জসিম
উদ্দীন তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজস্ব মালিকানাধীন বসতভিটি সংলগ্ন একটি
এতিমখানা প্রতিষ্ঠা করে আসছে। বসতভিটির সংলগ্ন পূর্ব দিকে টিলা ও
চারা ভিটি বড় আনন্দপুর মৌজায় ২৬১ নং খতিয়ানে জসিম উদ্দীনের আরো ১০
শতক জমি রয়েছে। গত ৬ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ৯ ঘটিকার সময় ও জমিতে
ঘর নির্মান করতে গেলে প্রতিপক্ষ ছিনাইয়া গ্রামের সোহাগ (৩২) গংরা তাকে
বাধা বিপত্তি প্রদান করে। এক পর্যায়ে জসিম উদ্দীনের উপর হামলা চালিয়ে তাকে
প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। যার ফলে উক্ত স্থানে ঘর নির্মানের বিষয়টি
স্থিতিবস্থায় রয়েছে। এদিকে, সরজমিনে প্রতিপক্ষ সোহাগ মিয়ার পিতা বাবুল
মিয়া (৫২) গংরা সাংবাদিকদের জানায়- দীর্ঘদিন যাবত তারা এ জায়গা দখল করে
আসছে। জসিম মিয়ার ভুমি এটা নয়। তিনি অন্য সীমানা থেকে জমা বাবদ
জায়গার মালিক থাকতে পারেন। এলাকার সুশীল সমাজ বিষয়টির সঠিক সুরাহাকল্পে
সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন উভয় পক্ষ।
সংবাদ প্রকাশঃ  ৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ