বুড়িচংয়ে পরীক্ষার্থীদের নকল ও  সরবরাহ করার দায়ে ১ জন বহিষ্কার অপরজনকে  কারাদণ্ড ও জরিমানা 

সিটিভি নিউজ।।    গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।=====কুমিল্লার বুড়িচংয়ের ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে নকল সরবরাহের অভিযোগে তাজুল ইসলাম সিফাত নামে যুবককে আটক করা হয়েছে। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী ১২ টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শাহ ইসরাইল কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালে মোঃ তাজুল ইসলাম সিফাত (২০) নামে একজন বহিরাগত উক্ত মাদ্রাসার ২য় তলার জানালার কার্নিশে উঠে দাখিল পরীক্ষার্থীদের নকল স্বরুপ লিখিত কাগজ সরবরাহ করে। তাৎক্ষনিক বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম সেখানে কর্তব্যরত পুলিশকে নকল সরবরাহকারীকে আটকের নির্দেশ দিলে  পুলিশ তাকে আটক করে। সে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইনের পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাকে ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাকিয়ারচর মাদ্রাসায় নকল করার দায়ে এক শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ২৩০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ