বিএমই টি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চেম্পিয়ান হয়েছে বার্ড

সিটিভি নিউজ।। বি এমই টি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট২০২৩ প্রতিযোগিতায় চেম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী(বার্ড)।গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় কুমিল্লা কোটবাড়ী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী(বার্ড) এর খেলোয়াররা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুমিল্লাকে ২/১ সেটে পরাজিত করে চেম্পিয়ান হয়। ফাইনাল খেলায় বিজয়ী চেম্পিয়ান দল ও রানার আপদলকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর  মহা পরিচালক মোঃ শহীদুল আলম। পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি বলেন খেলাধূলা মনকে উৎফুল্ল করে,স্বাস্থ্যভালো থাকে এবং কাজের অনুপ্রেরণা যোগায়। বর্তমান সরকার যুবসমাজকে কর্মমূখি প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূরিকরণ ও বিদেশে দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত  মহা পরিচালক আবুল হাসানাত মুহাম্মদ আনোয়ার পাশা ও কুমিল্লা কোটবাড়ী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ও টিটিসি র  প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন।

বি এমই টি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট২০২৩ গত ১৪ ফেব্রুয়ারী শুরু হয় । টূর্ণামেন্টে ৮টি টিম অংশ নেয়।  ফাইনাল খেলায় বার্ডের পক্ষে খেলায় অংশ নেন সহকারী পরিচালক ফারুক হোসেন ও সহকারী শিক্ষক মোঃ শিশির। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পক্ষে খেলায় অংশ নেন লেবার ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম, ও  লেবার ইন্সপেক্টর আশেকুর রহমান।

সংবাদ প্রকাশঃ ২১০২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ