বর্ণাঢ্য আয়োজনে আইইবি কুমিল্লা কেন্দ্রের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     দেলোয়ার হোসেন জাকির  সংবাদদাতা জানান==========‘টেকসই উন্নয়নে দেশীয় সম্পদ ও প্রযুক্তির ব্যবহার’ এ প্রতিপাদ্য বিষয়ের দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্রের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত চলে ২৫তম সম্মেলন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
আইইবি, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাশারের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আইইবি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম জেড বসুনিয়া, প্রকৌশলী মো.আব্দুস সবুর ও বর্তমান সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আইইবি’র ভাইস চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ, প্রকৌশলী নুরুজ্জামান, কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রহমত উল্লাহ কবির প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্মার্ট সিটি গঠন ও ইঞ্জিনিয়ারিং মেটারিয়েল্স নিয়ে পরপর দু’টি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রখ্যাত প্রকৌশলীরা অংশগ্রহণ করে তাদের উপস্থাপনা তুলে ধরেণ। এদিন বিকেলে বার্ষিক সাধারণ সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নির্বাহী প্রকৌশলী, প্রকৌশলী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   সংবাদ প্রকাশঃ  ০৮-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ