বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল অসহায় বাঙালী জাতিকে মুক্তি দিতে……অ্যাড.আবুল হাসেম খান এমপি

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন     বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লা -৫ আসনের ( বুড়িচং – ব্রাহ্মণপাড়া)  সংসদ সদস্য, কুমিল্লা আইন জীবি সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি বলেছেন যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন। অসহায় দুর্দশায় গ্রস্ত  নির্যাতিত বাঙালি জাতিকে মুক্তি দিতে  বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা  আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ সহ সব গুলো আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন অগ্রহণীয়। বঙ্গবন্ধুর না হলে বাঙালি জাতি, স্বাধীন বাংলাদেশের জন্ম হত না। বঙ্গবন্ধু তার জন্ম দিন পালন না করে তিনি জাতীয় শিশু দিবস পালন করতেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন।
সকালে উপজেলা প্রশাসন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান এমপি এবং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান চেয়ারম্যান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত  স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম অক্ষর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, শিক্ষা অফিসার রৌশন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, কৃষি কর্মকর্তা আফিয়া খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, আলহাজ্ব প্রকৌশলী জয়নাল আবেদীন চেয়ারম্যান, হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, শামীমুল ইসলাম হাবুল,ষোলন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক,   উপজেলা যুব লীগ নেতা মোঃ মাহাতাবুর রহমান ওয়ালটন, হিরো মিজান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
আলোোচনা সভা শেষে বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বুড়িচং আনন্দ পাইলট সরকার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মোহাম্মদ উল্লাহ তিশান  প্রথম স্থান অর্জন করায় প্রধান অতিথি স্থানীয়  এমপি আবুল হাশেম খান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ইউ এন ও হালিমা খাতুন তার হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা আওয়ামী লীগ ঃ- কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের  নানা  আয়োজনে  বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন  করা হয়েছে। এতে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, আলহাজ্ব প্রকৌশলী জয়নাল আবেদীন চেয়ারম্যান, হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার,  সদর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার,হাবিবুর রহমান চান মিয়া, আবু ইসলাম, গিয়াস উদ্দিন, ডা. শাহীন উদ্দিন,  শামীমুল ইসলাম হাবুল,ষোলন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক,   উপজেলা যুব লীগ নেতা মোঃ মাহাতাবুর রহমান ওয়ালটন, হিরো মিজান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
কালিকাপুর  আব্দুল মতিন খসরু কলেজে   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম  জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন ঃ-
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন সরকারী কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে গতকাল ১৭ মার্চ মিলনায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের এমপি এড. আবুল হাসেম খান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদ হোসেন। কলেজ অধ্যক্ষ মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন আবদুল করিম চেয়ারম্যান, জামশেদুল আলম চেয়ারম্যান, আ: মান্নান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো: জামাল হোসেন। পরিচালনায় ছিলেন এটিএম নাছরীন সুলতানা, মো. সাহানুর রহমান ও মাহাবুব আলম। এসময় কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মাছুম, মো. দুলাল হোসপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বুড়িচং মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ঃ- বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ ঘন পরিবেশে এবং কেক কেটে শিশুদের খাইয়ে দিবস টি উদযাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিষ্ণু কুমার ভট্টাচার্য্য। স্বাগত বক্তাঃ মোঃ কামরুল হাছান, মহাসম্পাদক, বাসপ্রাবিশিস কেন্দ্রীয় কমিটি ও প্রধান শিক্ষক, বুড়িচং মডেল সরকারী প্রাবি।
উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি  মোঃ আলমগীর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, সদর ইউনিয়ন এর নব নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন ,সদর ইউনিয়ন  মোঃ আবু মোতালেব, AUEO বুড়িচংসঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক নাহার সুলতানা ও আনিসুর রহমান সুমন, শশি।

সংবাদ প্রকাশঃ  ২০-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ