বঙ্গবন্ধুর খুনি মোশতাকের বাড়ির কেয়ারটেকারসহ ছয় আসামি জেলহাজতে 

সিটিভি নিউজ।।    নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ==
কুমিল্লার দাউদকান্দির একটি মামলার আসামি বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে কানাডায় পলাতক খন্দকার ইশতিয়াক আহমাদ বাবুর এদেশীয় সহযোগী ও বাড়ির কেয়ারটেকারসহ ৬জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার কুমিল্লার ৩ নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ তাদের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিদের মধ্যে খন্দকার মোশতাকের ছেলে ইশতিয়াক আহমাদ বাবু কানাডায় পলাতক রয়েছে।
জেলহাজতে যাওয়া অন্যান্য আসামি হচ্ছে, খুনি খন্দকার মোশতাকের বাড়ির কেয়ারটেকার ও ইশতিয়াক আহমাদ বাবুর একান্ত সহযোগী নিজাম উদ্দিন ও তাদের সহযোগী সাতপাড়া গ্রামের খোকা মিয়া, দশপাড়া গ্রামের আব্দুল ওহাব, জালাল উদ্দিন খন্দকার, জাহাঙ্গীর আলম ও বিএনপি-জামায়াতের আশীর্বাদপুষ্ট হয়ে চাকরিপ্রাপ্ত পিজি হাসপাতালের হৃদরোগ বিভাগের কর্মকর্তা দশপাড়া গ্রামের খন্দকার শাহজাহানের ছেলে আবুল খায়ের।
সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে একটি মাজার জিয়ারত করতে আসা সুন্দলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান বাবুলের আত্মীয়দের ওপর পূর্ব শত্রুতাবশত অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এ হামলায় যুবলীগ নেতা মাহাবুবুর রহমান বাবুল, মজিবুল হক, নাছিরুল কবিরসহ বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় নিজাম উদ্দিন, খোকা মিয়া, আব্দুল ওহাব, খন্দকার আবুল খায়ের, মোঃ জালাল খন্দকারকে অভিযুক্ত করে মাজার জিয়ারত করতে আসা কাজী রেহা কবির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর গত ২৩ নভেম্বর কাজী রেহা কবির বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে খুনী খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমাদ বাবু, খন্দকার মোশতাকের বাড়ির কেয়ারটেকার নিজাম উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে ও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দাউদকান্দি থানাকে এফআইআর হিসেবে গণ্য করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে। থানায় মামলাটি রেকর্ডের পর বুধবার আসামিরা উক্ত আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।সংবাদ প্রকাশঃ  ০৬১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ