বই ফেরিওয়ালা ইকবালের জীবন চলে খেয়ে না খেয়ে

সিটিভি নিউজ।।     মো.আককাস আলী নওগাঁ জেলা প্রতিনিধি :- জ্ঞান অর্জনের উপায় দুটি,পুস্তক পাঠ ও দেশ ভ্রমন। আমরা জ্ঞানী হবো, বই পড়বো নয়তবা ভ্রমন করবো। বইকে আলমারীতে না রেখে হৃদয়ের মধ্যে লালন করবো। মো.ইকবাল হোসেন(৭০) তার পিতা ইছাহাক আলী,বাড়ী রংপুর সদরে। দীর্ঘ ৪০ বছর খেকে নওগাঁ দয়ালের মোড় বউ বাজারে ৭৫০টাকা ভাড়া বাসায় তিনি থাকেন। ৩৩ বছর আগে তিনি বিয়ে করেছিলেন ছাবিহাকে। বিয়ের ছয় মাস পর প্রিয়তমা স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে যান না ফিরার দেশে। সেই থেকেই বই ফেরিওয়ালা ইকবাল হোসেন বিয়ে না করেই চলছে তার একাত্ব জীবন। তিনি প্রতিদিন পায়ে হেঁটে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ছোটদের বড়দের বিভিন্ন জ্ঞানের বই ফেরি করে বিক্রি করেন । এ’থেকে যে আয় হয় তা দিয়ে খেয়ে না খেয়ে তার সংসার চলে। বই ফেরিওয়ালা ইকবাল হোসেন জানান, স্ত্রী ছাবিহার কষ্ট ভুলে থাকতে সারাদিন ব্যস্ত থাকি বইএর সাথে। পায়ে হেঁটে হেঁটে সারা শহর চলি বই নিয়ে ছোট বড় সবার কাছে। তিনি কাঁন্না জরিত কণ্ঠে বলেন, প্রাণঘাতী করোনা শুরুর পর থেকেই বই বিক্রি একেবারেই কমে গেছে। কতদিন থেকে মাছ মাংশ খাইনি,খেয়ে না খেয়ে পার করতে হচ্ছে এক একটি দিন। পায়নি কারো কাছ থেকে সাহায্যের হাত। এই জ্ঞান পিপাসু বই ফেরিওয়ালা ইকবাল হোসেন ছোট বড় সবাইকে তার কাছ থেকে বই কেনার জন্য অনুরোধ করেন । তাকে সাহায্য বা তার কাছ থেকে বই পাওয়ার জন্য ০১৮৫৫৫৯০৫৪৪ এই নম্বারে যোগযোগ করার অনুরোধও করেন। তিনি যতদিন সুস্থ থাকবেন ততদিন বই বিক্রি করে যেতে চান। এই জ্ঞানের ফেরিওয়ালা ইকবাল হোসেনকে আমরা মনে রাখি,তার পাশে দাঁয়িড়ে তাকে সহযোগীতা করি,বই বিক্রি চলমান থাকুক,আমরা সবাই বই পড়ি এমন আশাবাদ ব্যক্ত করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি সাংবাদিক কবি মো.আককাস আলী।

সংবাদ প্রকাশঃ  ০৫-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ