প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স অনুসরণ  বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত 

সিটিভি নিউজ।।    আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ=====
“নিরাপত্তার সাথে, প্রগতির পথে, বাংলাদেশ পুলিশ ” স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি,, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তেজখালি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ১৮’ই ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেজখালি ইউনিয়ন পরিষদ মাঠে বাঞ্ছারামপুর মডেল থানার বিট পুলিশিং এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তেজখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম শহীদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর মডেল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। বাঞ্ছারামপুরে মাদক, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, জুয়া, চোর, ডাকাত সন্ত্রাস নির্মূলে আমরা অঙ্গীকারবদ্ধ। চোর, ডাকাত সন্ত্রাস নির্মূলে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পুলিশ এবং জনতা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি স্মার্ট বাঞ্ছারামপুর থানা হিসেবে গড়ে তোলা সম্ভব।
বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তেজখালি ইউনিয়ন বিট অফিসার মোহাম্মদ আল আমিন, তেজখালি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আলম, বিষ্ণুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল, তেজখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা গাউছিয়া কমিটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ,৫নং ওয়ার্ড সদস্য মোঃ সফিকুল ইসলাম প্রধান, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ অবিদ মিয়াসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ ও সর্বস্তরের জনসাধারণ।অনুষ্ঠান সঞ্চালনায় তেজাখালি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম নয়ন।সংবাদ প্রকাশঃ ১৮০২২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ