পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ছাগল ব্যাবসায়ীর ১০ লাখ টাকা

সিটিভি  নিউজ।।    মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি জানান ===
কালীগঞ্জ থানা পুলিশের তড়িৎ অভিযানে উদ্ধার হলো এক ছাগল ব্যাবসায়ীর খোয়া যাওয়া ১০ লাখ ১০ হাজার টাকা। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে থানার এস আই জাকারিয়া হোসেন ও এ এস আই তরিকুল ইসলাম উপজেলার তালেশ^র গ্রামের ইমরান নামে এক ভ্যান চালকের নিকট থেকে টাকাগুলি উদ্ধার করেন। এরপর রাতেই ছাগল মালিককে থানায় ডেকে নিয়ে তার টাকাগুলি হস্তান্তর করা হয়। উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া নতুন বাজার এলাকায় একটি ভ্যানের উপর রাখা ওই ব্যাবসায়ীর টাকার ব্যাগটি খোয়া গিয়েছিল।
ভুক্তভোগী পৌরসভার শিবনগর গ্রামের ছাগল ব্যাবসায়ী আমির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বারবাজার হাটে ছাগল কেনার উদ্দেশে বাড়ী থেকে বের হয়। এরপর তার টাকার ব্যাগটি নিয়ে একটি ভ্যানে চেপে শহরের আড়পাড়া নতুন বাজারে আসে। কিন্তু ভ্যান থেকে নামার সময়ে ভ’লক্রমে তার টাকার ব্যাগটি ভ্যানের উপরেই রয়ে যায়। পরপরই ভ্যানটি স্থান ত্যাগ করায় তার টাকার ব্যাগটি না পেয়ে বেহুশ হয়ে পড়ে। পরে অনেক খোজাখুজি করে ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশে অবহিত করে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল ব্যাবসায়ীর টাকা খোয়া যাওয়া ভ্যানের সন্ধানে ব্যাপক তৎপরতা শুরু করে পুলিশ। তারা ঘঁটনাস্থলের একটি সিসি টিভি ক্যামেরা থেকে ভ্যান চালকের ছবি সংগ্রহ করে অভিযানে নামেন। বুধবার রাতে পুলিশ ওই ভ্যান চালকের নিকট থেকে টাকা গুলি উদ্ধারে সক্ষম হয়। তিনি আরো জানান, ভ্যান চালক বলেছে, অনেক টাকার ব্যাগ পেয়ে সে ভয়ে কারো নিকট বলতে পারেনি। টাকার প্রকুত মালিকের খোজও করছিলেন। সর্বশেষ পুলিশ তার বাড়িতে গেলে টাকা প্রাপ্তি স্বিকার করে থানাতে নিয়ে আসেন। এরপর রাতেই প্রকৃত মালিকের হাতে ঠাকাগুলি তুলে দেন থানার ওসি সহ উদ্ধারকারী পুলিশ সদস্যগন।    সংবাদ প্রকাশঃ  ১৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ