পরলোকে ক্রীড়া সংগঠক তাপস বাউল

সিটিভি নিউজ।।       কুমিল্লার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ যোশেপ তাপস বাউল (৭১) আর নেই। শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকায় মীরপুরে মেয়ে ফ্লোরেন্স সুমি বাউল এর বাসভবনে পরলোকগমন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১ ঘটিকার মধ্যে তার মরদেহ কুমিল্লার সি ডি প্যাথ হাসপাতালের বিপরীতপাশে তার নিজস্ব বাসভবনে আনা হবে। আগামীকাল বিকেলে ৪টা থেকে ৫টার দিকে রেসকোর্স খৃস্টান কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, গতবছর ২৪ ডিসেম্বর স্ট্রোক করে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা সেবা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন। মেয়ের বাসায় রেখেই চিকিৎসা চলছিল। গত ২৫ এপ্রিল শরীর হিমোগ্লোবিন সল্পতার কারনে তাকে বাড়ডেম হাসপাতালে চিকিৎসার ব্যবস্হা করা হয়। রক্তে হিমোগ্লোবিন মান মাত্রায় পৌঁছাতে বিকেল ৪.৩০ মিনিটে তাপস বাউলকে আজ বাসায় নিয়ে আসা হয়। বাসায় পৌছানোর পর বিকেল ৪টা ৪৫ মিনিটের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার জন্ম হয়েছিল ১৯৫২ সালের ২৯ এপ্রিল। আর মৃত্যুর তারিখটি ২০২৩ সালের ২৯ এপ্রিল।

মৃত্যুকালে যোশেপ তাপস বাউল ভাই ফিলিপ মৃদূল বাউল (অস্ট্রেলিয়া প্রবাসী), মেয়ে ফ্লোরেন্স সুমি বাউল, ছেলে ক্লেরী রবিন বাউল এবং স্ত্রী রত্না বাউলকে রেখে গেছেন।

সারা জীবন খেলাধুলার সঙ্গেই কাটিয়েছেন তিনি। সব শ্রেণি পেশার কাছে ক্রীড়া সংগঠক হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি।  যোশেপ তাপস বাউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা র সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। জনাব রোমেন জানান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা র পক্ষ থেকে প্রয়াত তাপস বাউলের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং কিছুদিনের মধ্যেই শোক সভা করা হবে।

সংবাদ প্রকাশঃ ৩০০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ