পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মায়ার মিছিল 

সিটিভি নিউজ।।      মোজাম্মেল হক আলম (লাকসাম সংবাদদাতা): লাকসাম রেলওয়ে জংশন এলাকার ছিন্নমূল শিশুদের জন্যে শিক্ষার আলো ছড়াচ্ছে মায়ার মিছিল। চলতি বছরের ১মার্চ থেকে খোলা আকাশের নিচে পরিচালিত হয়ে আসছে এ স্কুলটি। মানবিক সংগঠন মায়ার মিছিল সংগঠনের “মায়ার পাঠশালা” ৮মার্চ শুক্রবারও স্কুল শাখার কার্যক্রম অব্যাহত রাখেন।

সপ্তাহের একদিন মায়ার পাঠশালা স্কুলে লেখাপড়ার পাশাপাশি শিশুদের খাবারও দেয়া হয়। দেয়া হয় মানুষ হবার শিক্ষাও। নৈতিকতা শিখানোর পাশাপাশি সবার সাথে ভালো আচরণ করার দিক্ষাও পায় তাঁরা।

সুবিধা বঞ্চিত পথ শিশুর জন্য ভ্রাম্যমাণ স্কুল মানবিক সংগঠন মায়ার মিছিলের ‘মায়ার পাঠশালা’ যাত্রা শুরু করে চলতি বছরের ১৫ জানুয়ারী।

পথশিশুদের স্নেহ ও ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করতে রেলওয়ে জংশনের উত্তর পাশে প্লাটফর্মে চালু হয় এ স্কুলটি। এখন প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে ক্লাস।

খোলা আকাশের নিচে একটি সাদা বোর্ড ও মার্কার পেন, চক, স্লেটের সাহায্যে তারা শিখছে বাংলা, ইংরেজি, অংক ও আরবি।

ধিরে ধিরে স্কুলের শিশুরা এখন পড়তে শিখছে, ছড়া কাটতে জানে। কেউ কেউ রিডিং জানে। পড়াশোনা শেষে মায়ার মিছিল তাদের মানসম্মত পুষ্টিকর খাবারও দেন।

প্রাক প্রাথমিক এই শিক্ষা পেয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখছে ৬ থেকে ১১ বছর বয়সি কয়েকজন ছিন্নমূল শিশু।

স্কুলটির প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম রানা জানান, চলতি বছর শুরু থেকে স্কুলের শিক্ষার্থী ছিলো মাত্র ১০ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। পড়াশোনার পাশাপাশি তাদের জন্য রয়েছে পুষ্টিকর খাবারের ব্যবস্থাও।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. নাসরিন বেগম, সাংবাদিক মোজাম্মেল হক আলম, ডা. ইফতেখারুল ইসলাম রুম্মন, কবির আহমেদ, তৌহিদুল ইসলাম রবিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি তরিকুল ইসলাম রানা, সহ-সভাপতি আমান উল্লাহ নূর, তারেক রহমান, সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সহ-সাধারণ সম্পাদক রমজান রিপন, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন আবির, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সদস্য তানভির ইসলাম রোমান, তাহসিন হোসেন প্রমুখ।

মায়ার পাঠশালায় পথশিশুদের শিক্ষক হিসেবে রয়েছেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মালিহা।

সংবাদ প্রকাশঃ ০৮০৩২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ