নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে মাস্ক না পড়ায় ২৫ জনকে জরিমানা

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় ২৫ জনকে ২ হাজার ৫’শ টাকা জরিমানা ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ আগস্ট) চাষাড়া শহীদ মিনার, সমবায় মার্কেট, খাঁজা মার্কেটসহ নগরীর জনসমাগম বেশি হয় এমন পয়েন্টগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ ব্যাপারে রুবেল রানা জানান, স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে চলাফেরা ও সামাজিক দূরত্ব না মানার জন্য ২৫ জনকে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। আসলে অর্থদন্ড এখানে মুখ্য নয়। আমরা মূলত জনসাধারণকে এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে এই অভিযান পরিচালনা করেছি।   সংবাদ প্রকাশঃ  ৩০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ