নানান কর্মসূচীর মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত

সিটিভি নিউজ।।      কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাইকেল  রেলি, আলোচনা সভা, ফ্রি   হার্ট ক্যাম্প এর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস ।   বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২)সকাল ৯টায় হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা  বাংলাদেশ এৱ উদ্যোগে কুমিল্লা টাউনহল মাঠ থেকে  প্রথমে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ কুমিল্লা জেলা প্রশাসক  মোঃ কামরুল হাসান ফিতাকেটে ও রঙ্গিন বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন।   পরে কুমিল্লা মর্ডান হাই স্কুলের ছাত্রিদের  সহযোগিতায় বাই সাইকেল  রেলি অনুষ্ঠিত হয়৷ বিশ্ব হার্ট দিবসের নানান শ্লোগানলেখা  প্লেকার্ড সহ সাইকেল র‌্যালীটি নগরীর জিলাস্কুল রোড পার্ক  রোড ঝাউতলা হয়ে কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়।     কুমিল্লা জেলা প্রশাসক  মোঃ কামরুল হাসান এৱ নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে     এরপর কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “হৃদয় দিয়ে প্রতিটি হার্টের যত্ন নিন”।   হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি  অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক  মোঃ কামরুল হাসান ৷

সভায় বিশেষ অতিথি  ছিলেন  জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম,বার,  জেলা ডেপুটি  সিভিল সার্জন ডাক্তার নিঃস্বর্গ, মেরাজ চৌধুরী,  কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। ইনার হুইল ডিসট্রিক চেয়ারম্যান 345 এর চেয়ারম্যান  ডা. মল্লিকা বিশ্বাস, জেলা সমাজ সেবা  কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান,    হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার  সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহাজাহান,   ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন।  এডভোকেট দীলিপ কুমার পাল।  হার্টকেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে জন্মগত একজন হৃদরোগীর অপারেশনের জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মর্ডান স্কুলের এক ছাত্রিকে একটি  বাই সাইকেল উপহার দেন। অনুষ্ঠান শেষে ময়নামতি মেডিকেল কলেজ চত্তরে গাছের চারা রোপন করা হয়। (ভিডিও দেখুন)

সংবাদ প্রকাশঃ  ২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ