নাঙ্গলকোটে অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট নির্মাণের দাবীতে মানববন্ধন

সিটিভি নিউজ।।    মজিবুর রহমান মোল্লা সংবাদতদাতা,নাঙ্গলকোট=========
ঢাকা-চট্রগ্রাম রেললাইনের নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার সংলগ্ন জনগুরুত্বপূর্ণ রেল পিলার নং-১১৩/৫ ও ১১৩/৬ এর মধ্যবর্তী রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গোমকোট বাজার ব্যবসায়ীসহ এলাকাবাসীর উদ্যোগে রোববার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বিভিন্ন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গোমকোট বাজার ব্যবসায়ীসহ এলাকার শত-শত মানুষ গোমকোট বাজার সংলগ্ন রেলক্রসিংয়ে গেট নির্মাণের দাবিতে ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের দু‘পাশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উদ্দীন আলমগীর, সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য লোকমান হায়দার, ময়ূরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গোমকোট বাজার কমিটির আহবায়ক আবদুর রহিম, সদস্য সচিব আবদুল হালিম, সাবেক সভাপতি কামাল হোসেন, ব্যবসায়ী সৌরভ হোসেন, মাসুদ রানা, আনিছুল হক, ওয়াসিম মজুমদার, সেলিম, সোহাগ, আবু তাহের, জসিম উদ্দীন, মাস্টার এয়াকুব আলী ভূঁইয়া, সিরাজুল ইসলাম, জাফর আহমেদ, মাঈন উদ্দীন, বেলাল হোসেন, ওবায়দুল হক চৌধুরী, সমাজ সেবক হাজী সেলিম, ইদ্রিস মিয়া, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান ও শিক্ষার্থী ফারজানা আক্তার প্রিয়া ।
বক্তারা বলেন, উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট বাজার সংলগ্ন জনগুরুত্বপূর্ণ সড়কের অরক্ষিত রেলক্রসিং দিয়ে ময়ুরা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা, এ বি ছিদ্দিক কিন্ডারগার্টেন, গোমকোট বালিকা মাদ্রাসার শিক্ষার্থীগণ, গোমকোট বাজার ব্যবসায়ী, গোমকোট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও মৌকরা ইউনিয়ন পরিষদে আগত হাজার হাজার লোকজন এবং যানবাহন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। ফলে যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটে প্রাণহানীর আশংকা রয়েছে। তাই তারা জরুরী ভিত্তিতে ওই স্থানে একটি গেট নির্মাণ করে সেখানে গেটম্যান প্রদানের দাবী জানান।

সংবাদ প্রকাশঃ ০৪০৬২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ