না’গঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ল্যাবরেটরী ভবনে নির্মান কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় এঘটনা ঘটলেও বিষয়টি রাত ১০টায় জানাজানি হয়। ঘটনার পরপর আহত অবস্থায় ওই শ্রমিককে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে লাশ ময়না তদন্তের জন্য রেখে দেয়। নিহত শফিকুল (২৩) ঢাকার নবাবগঞ্জ থানার বলমন্তচর এলাকার সেন্টু মিয়ার ছেলে।
সেন্টু মিয়া জানান, সন্ধ্যায় ফোন পেয়ে উপজেলায় আসি। আসার পর জানতে পারি শফিকুল কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। তার লাশ হানপাতালে আছে। সেখান থেকে ময়না তদন্ত ছাড়া লাশ আনতে হলে জেলা প্রশাসকের অনুমতি লাগবে। উপজেলার জনস্বাস্থ্য বিভাগের লোকজন আবেদন লিখে আমার কাছ থেকে টিপ সই নিয়েছে। আমাকে কোন ক্ষতিপূরন দেয়নি বলছে পরে দিবে। আমার দুই ছেলে এক মেয়ে। সন্তানদের মধ্যে শফিকুলই সবার বড়। সে মাসে ১২ হাজার টাকা আয় করে তার টাকার উপরই সংসার চলে।
এ বিষয় উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আলম জানান, নিহত ছেলেটি ঠিকাদারী প্রতিষ্ঠানের। এ বিষয়ে ঠিকাদারই ব্যবস্থা নিবেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন নির্মান শ্রমিক মারা গেছে শুনছি। কিন্তু কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রকাশঃ  ০৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ