নওগাঁয় সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ১ যুবকের মৃত্যু॥ আহত ২

সিটিভি নিউজ।।    মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :-নওগাঁর মহাদেবপুরে সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ট্যাংকির বিস্ফোরণে ঘটনাস্থলেই ১ যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের স্কুল পাড়ার মৃত ওসমান আলীর ছেলে ইব্রাহিম মাস্টারের বাড়িতে। এলাকাবাসী সূত্রে জানায়, ১৮ই মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ইব্রাহিম মাস্টার তার বাড়ির সেফটি ট্যাংকি পরিষ্কার করার জন্য আমবাগান গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাপ্পা (২৫), আমবাগান বৈরাগী পাড়ার উজ্জলের ছেলে চন্দন (২৩), ব্রাহ্মণপাড়ার শ্রীকণ্ঠের ছেলে রতন (২৩) কে ট্যাংকি পরিষ্কার করার জন্য নিয়ে আসে। তারা ট্যাংকি পরিষ্কার করার প্রস্তুতি নেয়ার সময় রাত ১২ টা ১৫ মিনিটে প্রচন্ড শব্দে ট্যাংকিটির বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই বাপ্পা নিহত হয়। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে ইব্রাহিম মাষ্টার জানান, ১০ হাজার টাকার বিনিময়ে তার সেফটি ট্যাংকি পরিষ্কার করে মলগুলো নদীতে ফেলার জন্য ওই তিনজন এসেছিলো।#

সংবাদ প্রকাশঃ  ১৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ