ঝালকাঠিতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৪: আটক ৬

সিটিভি নিউজ।।  মো:নজরুল ইসলাম,ঝালকাঠি  ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে আহত ১৪ জন আহত হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর ও মহাদিপুর নয়রাস্তা গ্রাম বাসীর মধ্যে বারইকরণ গ্রামের ব্রীজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. রাজু (২০), মো. সাজু হাওলাদার (৪৫), সেলিম গোমস্তা (১৮), লাল চান হাওলাদার (১৪) ও কুদ্দুস হাওলাদার (৩০), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৩০), মো. সোহাগ (৩০), এনামুল হক (৩০), জাহিদুল ইসলাম (৩২), মো. আল-আমিন (২৮), মো. শফিকুল হাওলাদার (৩০), মো. হানিফ খান ( ৫৫) , মো. হাচান খান (২৭) এবং শহিদুল হাওলাদার (৩৫)।
আহতরা ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করেছেন। এর মধ্যে মো. রাজুর অবস্থা আশংকাজনক বলে স্থানীয়রা জানিয়েছে।
এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফিরোজ হাওলাদার এবং মো. রানা হাওলাদার সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

সংবাদ প্রকাশঃ ২৪০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ