জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায়১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত

সিটিভি নিউজ ।।    কামরুজ্জামান কানু জামালপুর ==   জামালপুরের মেলান্দহ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। একই সাথে সকল সরকারি বে-সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টানে স্ব-স্ব উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৭টা ৪৫ মিনিটে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আ.লীগ ও তার অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন। সকাল ৮-টায় মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন , আ.লীগ ও তার অঙ্গসংগঠন ,উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সমুহ। দিবসটির প্রথম অধিবেশনে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ  চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার একে এম লুৎফর রহমান । এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শফিক জাহেদী রবিন,  থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ  সহ সকল মুক্তি যোদ্ধা বৃন্দ সহ অন্যান্য  নেতৃবৃন্দ। এসময়  অন্যান্য কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলার সকল বিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী হয়।  সকাল ১১টায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন বিষয়ক আলোচনা সভা, সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সদস্যদের সংবর্ধণা।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলার নির্মিত শহীদ ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন সহ সকল নেতৃবৃন্দ।সংবাদ প্রকাশঃ ১৬১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ