ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা কেন্দ্রীয় মহিলাদল নেত্রী পারভীনের নিন্দা

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মহিলাদল নেত্রী পারভীন আক্তার। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দাজ্ঞাপন করেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
তিনি জানান, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিনত করেছে। রবিবার সকাল এগারোটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ ছাত্রদলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশের হামলা ও লাঠি চার্জে আহত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর খেতাব বাতিলের প্রতিবাদে এ সমাবেশ করার কথা ছিল ছাত্রদলের। গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে পারভীন উল্লেখ্য করেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল। হঠ্যাৎ হরে পুলিশ নেক্কারজনক লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ প্রকাশঃ  ২৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ